Aindrila Saha: যেহেতু ছোট থেকে কাজ করছি, সবার কাছে আমি এখনও ছোটই, ঐন্দ্রিলা সাহা

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Nov 15, 2022 | 8:12 AM

TV Actress: ২০১০ সালে প্রথম ক্যামেরার সামনে-আসা ঐন্দ্রিলার বয়স এখন ২০-র কোটায়। থার্ড ইয়ারে পড়ছেন তিনি। মায়ের ইচ্ছেয় শুরু করেছিলেন বিনোদন জগতের কেরিয়ার। এখনও কি মায়ের ইচ্ছেই পূরণ করছেন?

Aindrila Saha: যেহেতু ছোট থেকে কাজ করছি, সবার কাছে আমি এখনও ছোটই, ঐন্দ্রিলা সাহা

Follow Us

মহুয়া দত্ত

মায়ের ইচ্ছে ছিল মেয়ে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র বিয়্যালিটি শো’-এ অংশ নিক। বছর আটের মেয়েও শো-এ প্রতিযোগী হওয়ার লড়াইে অংশগ্রহণ করে। অডিশনে সুযোগও পায়। তবে শেষ পর্যন্ত তার আর প্রতিযোগী হয়ে ওঠা হয় না। কারণ তার স্মার্টনেস দেখে তাকে একেবারে ওই শো-এর সঞ্চালক হিসেবে নিয়ে নেওয়া হয়। সেই শুরু। এরপর ‘রাই কিশোরি’ মেগা ধারাবাহিকে প্রথম কাজ। তার পর একে-একে বিভিন্ন মেগা ধারাবাহিকে কাজ করেছেন তিনি। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ‘নিপা’র চরিত্রে—‘মিঠাই’ মেগা ধারাবাহিকে। হ্যাঁ, কথা হচ্ছে ঐন্দ্রিলা সাহার ব্যাপারে। ২০১০ সালে প্রথম ক্যামেরার সামনে-আসা ঐন্দ্রিলার বয়স এখন ২০-র কোটায়। থার্ড ইয়ারে পড়ছেন তিনি। মায়ের ইচ্ছেয় শুরু করেছিলেন বিনোদন জগতের কেরিয়ার। এখনও কি মায়ের ইচ্ছেই পূরণ করছেন? নাকি নিজেও অভিনয় করতে চান? কী ভাবনা ভবিষ্যতকে কেন্দ্র করে… সেসব নিয়ে ঐন্দ্রিলা নিজের কথা ভাগ করলেন TV9 বাংলার সঙ্গে।

প্রশ্ন: মায়ের ইচ্ছেয় কেরিয়ার শুরু। সেই ইচ্ছেই পূরণ করছেন?

ঐন্দ্রিলা: না, না, শুরুটা মায়ের ইচ্ছেয় হলেও এখন আমি নিজেই অভিনয় করতে ভালবাসি। যখন প্রথম ‘ডান্স বাংলা ডান্স’-এ যাই তখন ছোট ছিলাম। মাত্র ৮ বছর। তখন কী-ই বা বুঝতাম? তবে এখন আমি সবটাই করি নিজের ইচ্ছেয়।

প্রশ্ন: কবে মায়ের ইচ্ছে নিজের ইচ্ছেতে পরিণত হল?

ঐন্দ্রিলা: ‘ডান্স বাংলা ডান্স’-এর পর পরিচিতি বাড়ল। সকলে চিনত। পরে সিরিয়ালে কাজ করি। তখন সবাই এসে প্রশংসা করত। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে-আস্তে আমারও অভিনয়ের প্রতি ভালবাসা তৈরি হতে লাগল। এরপর লিড চরিত্রে যখন অভিনয় করলাম, তখন হোর্ডিং পড়ল, জনপ্রিয়তা বাড়ল। আর আমিও এই পেশাকে আপন করে নিলাম।

প্রশ্ন: প্রায় ১৪ বছর ইন্ডাস্ট্রিতে। যদিও বয়স ২০ কোটায়। লিড থেকে এখনই সাইড চরিত্রে…

ঐন্দ্রিলা: তাতে কি? অভিনয় করতে ভালবাসি। লিড বা সাইড, এসব নিয়ে ভাবি না। একটা সিরিয়ালে লিড করলেই যে জনপ্রিয়তা বা ভালবাসা পাওয়া যায়, এমন তো নয়। ভাল অভিনয় করতে পারলে সব চরিত্রকে দর্শক পছন্দ করেন।

প্রশ্ন: কেন লিড করলে, ঘুরতে যাওয়া বা পরিবারের সঙ্গে সময় কাটানো যায় না?

ঐন্দ্রিলা: একেবারে যায় না, তা বলছি না। তবে লিড চরিত্রের গুরুত্ব বেশি, দায়িত্বও। সাইড চরিত্রের দায়িত্ব নেই, সেটাও বলছি না। তবে যেহেতু আমি ছোট থেকে কাজ করছি, সবার কাছে এখনও ছোটই। তাই আবদার করতে পারি। বলতে পারি বেড়াতে যাব, বোনের জন্মদিন, ছুটি চাই। কিন্তু লিড চরিত্রে করলে আবদার করলে ছুটি পেতাম না, এমন নয়। তবে নিজেরই বলতে অসুবিধে হত।

প্রশ্ন: তার মানে সাইড চরিত্র করে আপনি খুশি?

ঐন্দ্রিলা: একেবারে। আর সাইড চরিত্র মানে তো চরিত্রের গুরুত্ব নেই, এমন তো নয়। সেখানেও অভিনয় দেখানোর সুযোগ রয়েছে। সেই সঙ্গে নিজের সব প্রয়োজনীয় জিনিসগুলোও করতে পারি।

প্রশ্ন: তাহলে আগামী দিনে লিড চরিত্রে পাওয়া যাবে না আপনাকে?

ঐন্দ্রিলা: কেন নয়? অবশ্যই করব। তবে এখন পড়াশোনা, কাজ নিয়ে নিজের মতো করে জীবনটা উপভোগ করছি। এরপর পড়াশোনা শেষ হলে, তখন অবশ্যই ভাল চরিত্র পেলে, মানে যে চরিত্রে আমি নিজেকে কমফোর্টেবল বলে মনে করব, তেমন চরিত্রে লিড করব দায়িত্ব সহকারে।

প্রশ্ন: টেলিভিশন ছাড়া সিনেমা বা ডিজিটাল, কোন মাধ্যমে কাজ করতে চান?

ঐন্দ্রিলা: সব মাধ্যমেই কাজ করতে চাই। ভাল চরিত্র পেলে যে কোনও মাধ্যমে নিজের অভিনয়ে দর্শকের ভালবাসা পেতে চাই।

প্রশ্ন: এখন অন্য কোনও মাধ্যমে দেখা যাইনি কেন?

ঐন্দ্রিলা: জানি না, এখনও সিনেমা বা ওটিটি কোনও মাধ্যম থেকে প্রস্তাব পাইনি। যদি আসে, আর আমার পছন্দসই চরিত্র পাই অবশ্যই করব।

প্রশ্ন: স্নাতক হওয়ার পর আর পড়াশোনা করবেন?

ঐন্দ্রিলা: আমি পড়াশোনায় খুব ভাল নই। অনেকেই পড়াশোনা-কাজের মধ্যে ব্যালান্স করতে পারেন। আমি অতো পারি না। তাই এই মুহূর্তে স্নাতক হওয়াটাই অনেক বড় ব্যাপার। সেটা শেষ করি। তারপর পড়াশোনা করব কি না, ভাবব।

Next Article