বলিপাড়ায় তাঁর জুরি মেলা ভার। অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে আলোচনার শেষ নেই। তাঁর কেরিয়ারের শুরুটা যে খুব মসৃণ ছিল তেমনটা নয়। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জয়ের পরই তাঁর জীবনে সাফল্য আসে। তার পরেও এর জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। মডেলিংয়ে অভিষেকের সময়, তাঁকে মাত্র ১৫০০ টাকার বিনিময়ে একটি জামাকাপড়ের দোকানে মডেলিং করতে হয়েছিল। সেই সময় তিনি এবং অন্য কিছু উঠতি অভিনেত্রী যেমন তেজস্বিনী কোহলাপুরে, সোনালী বেন্দ্রেও একসঙ্গে কাজ করেছিলেন। সেই ছবিগুলি এখনও নেটমাধ্যমে রয়েছে, তবে তখন তাঁকে চিনতে অনেকেই পারবেন না।
এই দীর্ঘ পথ চলার পর আজ তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রী। তাঁর দক্ষতা ও পরিশ্রমের ফলে তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে গত এক বছর ধরে তাঁর বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে যদিও তিনি এখনও কোনো মন্তব্য করেননি। কিছু মাস আগে প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে তাঁর উপস্থিতি এবং হাতে বিয়ের আংটি দেখে অনেকেই কিছুটা স্বস্তি পেয়েছেন, যা হয়তো এই বার্তা দেয় যে তাঁর জীবন এখনও আগের মতোই রয়েছে।