‘এক্ষুনি আসছি…’, হঠাৎই ঐশ্বর্যার বাড়িতে বচ্চন পরিবার! অপ্রস্তুত অবস্থায় নায়িকা

May 31, 2024 | 9:01 PM

Bachchan family: ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে এই মুহূর্তে আলোচনার শেষ নেই। তাঁদের সম্পর্ক এখন কোন খাতে বইছে তা নিয়ে চর্চা চলছেই। এও রটেছে মেয়েকে নিয়ে নাকি মায়ের কাছে আছেন তিনি। এ সবের মধ্যেই ভাইরাল হয়েছে এক ভিডিয়ো।

এক্ষুনি আসছি...’, হঠাৎই ঐশ্বর্যার বাড়িতে বচ্চন পরিবার! অপ্রস্তুত অবস্থায় নায়িকা

Follow Us

ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে এই মুহূর্তে আলোচনার শেষ নেই। তাঁদের সম্পর্ক এখন কোন খাতে বইছে তা নিয়ে চর্চা চলছেই। এও রটেছে মেয়েকে নিয়ে নাকি মায়ের কাছে আছেন তিনি। এ সবের মধ্যেই ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়োতে ঐশ্বর্যার নিজেই জানিয়েছেন কীভাবে হঠাৎ করেই গোটা বচ্চন পরিবার তাঁর বাড়িতে চলে এসেছিলেন– এতে যারপরনাই অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে হয়েছিল তাঁকে।

নায়িকার কথায়, “আমি দক্ষিণ ভারতীয়, রোকা কী জিনিস আমি নিজেই জানতাম না। হঠাৎ অভিষেকের বাড়ি থেকে ফোন আসে। বাবা সে সময় শহরের বাইরে। বাবার আসতে একদিন সময় লাগবে। ওদিকে পা (অমিতাভ বচ্চন) আর বাকিরা বাড়ি চলে আসছে। আমি অভিষেককে ফোন করতেই ও বলল, “আমি কিচ্ছু জানি না”। আমি তো অবাক। ওহ মাই গড! এটাই ছিল আমার প্রতিক্রিয়া।”

বাবার অপেক্ষা করার সময় ছিল না। তাঁর অনুপস্থিতিতেই বাগদান সম্পন্ন হয়ে গিয়েছিলে রাইসুন্দরীর। এভাবেও যে হয় বাগদান, সে উদাহরণ তিনি নিজেই। তাঁদের সম্পর্ক নিয়ে চলছে কাঁটাছেঁড়া। যদিও তাঁদের ভক্তরা এই বিচ্ছেদের গুঞ্জনে যারপরনাই হতাশ। তাঁরা ভাল থাকুন, একসঙ্গে থাকুন– এমনটাই প্রার্থনা সকলের।

Next Article