গতকাল জন্মদিনের রাতটা ভালই কাটালেন অভিষেক বচ্চন। ঐশ্বর্যা রাই বচ্চন ইনস্টাগ্রামে ‘হ্যাপি ফ্যামিলি’–র ছবি পোস্টও করেছেন। জন্মদিনের রাতটা একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। ছবি পোস্ট করে ঐশ্বর্যা লিখেছেন “ খুশি এবং সব সময় ভালবাসি।” বোঝাই যাচ্ছে বার্থ ডে বয়কে পেয়ে মা–মেয়ে দু’জনেই খুব খু্শি। ছবিতে দেখা যাচ্ছে অভিষেক পরেছেন প্যাস্টেল রঙের একটা সোয়েট টি–শার্ট। গোলাপি রঙের ড্রেসে ঐশ্বর্যা এবং আরাধ্যা দু’জনকেই খুব সুন্দর লাগছিল।
অভিষেক বচ্চন গতকাল ৪৫–এ পা দিলেন। সকালটা উনি শুটিং করেছেন। জন্মদিনে শুটিং করাটা ছোটে বচ্চনের যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অভিষেক এক সাক্ষাৎকারে জানিয়েছেন যখন থেকে উনি ফিল্মি কেরিয়ার শুরু করেছেন, তখন থেকেই কোনও জন্মদিন ওঁনার শুটিং–ছাড়া কাটেনি। এখন জন্মদিনে শুটিং করাটা ওঁর নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কাজ করতে না পারলে জন্মদিনটা ঠিক ভাবে সেলিব্রেট করতে পারেন না জুনিয়র বচ্চন। এই বছরও তাঁর ব্যতিক্রম হয়নি। তবে সকালটা শুটিং করে উনি বিকেলে উড়ে গিয়েছিলেন হায়দ্রাবাদ। স্ত্রী–মেয়ের কাছে। ঐশ্বর্যা এখন হায়দ্রাবাদে মণি রত্নমের একটি নতুন ছবির শুটিং করছেন। আরাধ্যাও মায়ের কাছেই আছে। মা–মেয়ে দু’জনেই চেয়েছিলেন জন্মদিনের রাতটা একসঙ্গে কাটাতে। অভিষেকও সেই অনুরোধ আর ফেলতে পারেননি। কোনও সন্দেহ নেই, জন্মদিনের রাতটা স্ত্রী–মেয়ের সঙ্গে কাটানোর আনন্দই আলাদা। তাই অভিষেক সন্ধ্যের ফ্লাইটে সোজা উড়ে গিয়েছিলেন স্ত্রী–মেয়ের কাছে।
কয়েক দিন পর ২২ ফ্রেব্রুয়ারি থেকে নতুন ছবির কাজ শুরু করছেন অভিষেক বচ্চন। একটি পলিটিক্যাল কমিডিতে দুনীর্তিগ্রস্থ মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘দশভি’। ওঁর নতুন ছবি ‘বিগ বুল আন্ডার হিস কিটি’ খুব শীঘ্রই একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। সূত্র থেকে পাওয়া খবর, ১৩ বছর পর আবার জুটি বাঁধছেন জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন। একটি মালায়ালম ছবির হিন্দি রিমেকে দু’জনকে আবার একসঙ্গে দেখা যাবে।
আরও পড়ুন :সুস্মিতাকে বিয়ে করছেন কবে? প্রশ্নের উত্তরে রোহমান কী বললেন?