দিনের শেষে অবশেষে তিনি লিখলেন। সারা দিন এই একটা দিকেই ছিল সকলের চোখ। জন্মদিনের শেষ বেলায় এল শুভেচ্ছা। ১১ অক্টোবর ৮২ বছরে পা দিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। সারা দিন সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রচুর ইনস্টাগ্রামে শুভেচ্ছা বার্তা এসেছে। জলসার সামনে ভিড় জমিয়েছিলেন বিগ বি’র অসংখ্য ভক্ত।
অনেকেই ভেবেছিলেন এই বছর আর বৌমা ঐশ্বর্য রাই বচ্চনের পক্ষ থেকে কোনও জন্মদিনের শুভেচ্ছা আসবে না। যেহেতু অভিষেক আর ঐশ্বর্যর মধ্যে নাকি সমস্যা চলছে তাই। তবে জন্মদিনের শেষ বেলায় চমক দিলেন রাই সুন্দরী। আরাধ্য়ার সঙ্গে অমিতাভের ছবি পোস্ট করে বচ্চন বউমা লেখেন, “শুভ জন্মদিন পা-দাদাজি। ভগবান তোমার মঙ্গল করুন।”
প্রসঙ্গত, তাঁদের সমীকরণ নিয়ে নানা প্রশ্ন উঠছে বার বার। গত কয়েক মাস ধরে বচ্চন পরিবারকে নিয়ে আলোচনার শেষ নেই। শোনা যাচ্ছে জুনিয়র বচ্চন অর্থাত্ অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে ঐশ্বর্য রাই বচ্চনের। নেপথ্যে নাকি রয়েছেন শ্বেতা। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন তাঁর বাংলো শ্বেতার নামে লিখে দেওয়ার পর থেকেই শুরু যত সমস্যা। এখন আর মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে একই বাড়িতে থাকেন না তাঁরা। নিজের ফ্ল্যাটে আলাদা থাকেন। তবে এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কেউ কোনও মন্তব্য করেননি। মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়েতেও আলাদা আলাদা এসেছিলেন ঐশ্বর্য এবং বচ্চন পরিবার। তার পরেই আরও জোড়াল হয় আলোচনা।