ঐশ্বর্যর গাড়িতে বাসের ধাক্কা! বচ্চন পরিবারে বড় অঘটন

আকাশ মিশ্র |

Mar 26, 2025 | 9:02 PM

বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারল একটি বাস! বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঐশ্বর্য বিলাসবহুল গাড়ি। এই দুর্ঘটনার ভিডিও জনপ্রিয় পাপারাজ্জি বরিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই ভাইরাল হয়েছে।

ঐশ্বর্যর গাড়িতে বাসের ধাক্কা! বচ্চন পরিবারে বড় অঘটন
Image Credit source: Instagram

Follow Us

বুধবার দিন দুপুরে মুম্বইয়ের রাস্তায় ঘটে গেল বড়সড় অঘটন। বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারল একটি বাস! বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত ঐশ্বর্য বিলাসবহুল গাড়ি। জানা গিয়েছে,  সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির পিছনের অংশ। তবে গাড়ির ভিতর ঐশ্বর্য বা বচ্চন পরিবারের অন্য কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এই দুর্ঘটনার ভিডিও জনপ্রিয় পাপারাজ্জি বরিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে।

এখনও এই ঘটনা নিয়ে মুখ খোলেননি ঐশ্বর্য বা বচ্চন পরিবারের কেউ। তবে অনুরাগীরা বেশ দুশ্চিন্তায়। সূত্রের খবর ঐশ্বর্যর গাড়িতে বাসের ধাক্কা লাগার পর বেশ কিছুক্ষণ ভিড় জমে থাকে দুর্ঘটনাস্থলে। তারপর ঐশ্বর্যর নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেন এবং গাড়ি সরিয়ে নেওয়া হয়।

দেখুন সেই ভাইরাল ভিডিও—