‘চিরাচরিত ননদ-বউদি ড্রামা’, বচ্চন পরিবারের কাণ্ড দেখে সরব ঐশ্বর্য ফ্যানরা

Mar 23, 2024 | 2:23 PM

Bachchans Controversy: বচ্চন পরিবারের সঙ্গে তাঁর বিবাদের নানা জল্পনার কথা সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠছে। জল্পনা চলছে, তাঁর সঙ্গে নাকি বিয়ে ভাঙছে অভিষেক বচ্চনের। এমন অবস্থায় পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট মাধ্যমের পাতায়।

চিরাচরিত ননদ-বউদি ড্রামা, বচ্চন পরিবারের কাণ্ড দেখে সরব ঐশ্বর্য ফ্যানরা

Follow Us

ঐশ্বর্য রাই বচ্চন, বরাবরই তিনি ভক্তদের নজর কেড়ে এসেছেন। তাঁর রূপ থেকে শুরু করে তাঁর বোল্ড উপস্থাপনা, ভক্তদের মনে বারবার জায়গা করে নিয়ে থাকে। সম্প্রতি তাঁর বচ্চন পরিবার নিয়ে আলোচনা চলছে ভীষণরকম। আলোচনার কেন্দ্রে বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। তিনি নাকি বচ্চন পরিবার ত্যাগ করে মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন তাঁর বাপেরবাড়িতে। মেয়ে আরাধ্যাও নাকি মায়ের সঙ্গে থাকছেন নানিবাড়িতেই। বচ্চন পরিবারের সঙ্গে তাঁর বিবাদের নানা জল্পনার কথা সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠছে। জল্পনা চলছে, তাঁর সঙ্গে নাকি বিয়ে ভাঙছে অভিষেক বচ্চনের। এমন অবস্থায় পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট মাধ্যমের পাতায়।

বহু বছর আগে অভিনেত্রী সিমি গারেওয়ালের চ্যাট শোতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন জয়া। সেই সময় ঐশ্বর্য তাঁদের পরিবারে সদ্য বিয়ে হয়ে এসেছেন। পুত্রবধূ সম্পর্কে মন্তব্য করেছিলেন জয়া। অধিকাংশই ভাল কথা বলেছিলেন। জয়া বলেছিলেন, “ঐশ্বর্য আমার খুবই প্রিয় মানুষ। শুরু থেকেই ওকে আমার খুব পছন্দ ছিল। ও যেন আমার মেয়ের মতো। আমার ছেলে অভিষেক যে ওকে বিয়ে করেছে, তাতে আমি খুবই খুশি। সবচেয়ে বেশি খুশি আমার স্বামী অমিতাভ। ঐশ্বর্য কে দেখলে ওর চোখ চিকচিক করে ওঠে। আমার মেয়ে শ্বেতার বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর সেই শূন্যস্থান পূরণ করেছে ঐশ্বর্য।” এমন কথাও বলতে শোনা গিয়েছিল জয়াকে।

প্রসঙ্গত, ঐশ্বর্য রাই বচ্চনের ৫০ তম জন্মদিন সেলিব্রেশনে বচ্চন পরিবারের সদস্যদের না থাকায় তবে থেকেই জল্পনা তুঙ্গে ওঠে। যদিও একাধিকবার যখন তাঁদের সামনে দেখা যায়, তখন হেসে কথা বলা থেকে বিভিন্ন আড্ডা-আলোচনায় যোগদান করতে দেখা যায়। কখনও অম্বানিদের পরিবার, কখনও দীপিকা পাড়ুকোনের বিয়ের আসর, একাধিক ছবি ভাইরাল হতে দেখা যায়, যেখানে জয়া-ঐশ্বর্যের কিংবা ঐশ্বর্য-শ্বেতার সম্পর্কে দেখে মনে হয় ভীষণ মধুর। এবার সেই পুরোনো ভিডিয়োতেই কটাক্ষের বন্যা। কেউ লিখলেন, ‘টিপিক্যাল ননদ-বউ ড্রামা’, কেউ আবার লিখলেন, ‘সমস্ত ক্যামেরা ঐশ্বের ওপর দেখে, হিংসায় সকলে তাঁর সঙ্গে কথা বলছেন’। একশ্রেণির দৃঢ় বিশ্বাস মোটেও বচ্চন পরিবারের অন্দরমহলের সমীকরণ স্বাভাবিক নেই। যদিও তাঁরা নাকি কিছুই প্রকাশ্যে আসতে দিচ্ছেন না বলেই দাবি নেটপাড়ার।

Next Article