ধরা পড়েছেন! কার সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা?

Sneha Sengupta |

Mar 23, 2024 | 1:50 PM

Shraddha Kapoor: যতই যা কিছু শোনা যাক না কেন, শ্রদ্ধা-রাহুল কিন্তু এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটা কথাও বলেননি কারও কাছে। দু'জনেই তাঁদের ব্যক্তিজীবনকে লোকচক্ষুর আড়ালেই রাখতে চাইছেন ভীষণরকম। কিন্তু কেন এত লুকোছাপা?

ধরা পড়েছেন! কার সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা?
শ্রদ্ধা কাপুর।

Follow Us

‘আশিকী ২’ ছবিতে অভিনয় করার সময় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কের কথা শোনা গিয়েছিল ছবির নায়িক আদিত্য রায় কাপুরের। সেই সম্পর্ক নাকি ভেঙেও যায় তারপর। বিগত কয়েক মাস ধরে শ্রদ্ধার ব্যক্তিজীবন নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। শ্রদ্ধার সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির লেখক রাহুল মোদীর। মুম্বইয়ের নানা জায়গায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে শ্রদ্ধা-মোদীকে।

শ্রদ্ধা-রাহুলের ঘনিষ্ঠমহল বলছে, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিটি একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি একে-অপরের কাছাকাছি চলে এসেছেন শ্রদ্ধা-রাহুল। বিষয়টি নিয়ে নাকি দারুণ খুশি শ্রদ্ধা-রাহুলের বাড়ির লোকজন।

যতই যা কিছু শোনা যাক না কেন, শ্রদ্ধা-রাহুল কিন্তু এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটা কথাও বলেননি কারও কাছে। দু’জনেই তাঁদের ব্যক্তিজীবনকে লোকচক্ষুর আড়ালেই রাখতে চাইছেন ভীষণরকম।

এক সূত্র জানিয়েছেন, শ্রদ্ধা-রাহুল দু’জনেই তাঁদের সম্পর্ককে লোকের আড়ালে রাখতে চাইছেন। তাঁরা চাইছেন না দু’জনের একসঙ্গে ফটো তোলা হোক। এই মুহূর্তে তাঁরা কেউই সম্পর্কের কথা লোককে জানাতেও চাইছেন না।

Next Article