সলমন খান ও ঐশ্বর্য রাই। বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের সম্পর্কের মেয়াদ ছিল মাত্র ২ বছর। একের পর এক ছবির প্রস্তাব গিয়েছে এই জুটির ঝুলিতে। যদিও ভাগ্যের লিখন ছিল স্বল্পই। হাম দিল দে চুকে সনম ছবির পর্দার রোম্যান্স মন কেড়েছে শত শত ভক্তের। তখন বাস্তবেও তাঁরা রোম্যান্সে বুঁদ। তবে সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। তারপর যে যার পথে। বর্তমানে ঐশ্বর্য চুটিয়ে সংসার করছেন অভিষেক বচ্চনের সঙ্গে। রয়েছে তাঁদের এক কন্যা সন্তানও। যদিও শোনা যায় তাঁরা এই সম্পর্ক থেকে নাকি বেরিয়ে আসতে চান। তবে অভিষেক সম্প্রতিতেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁরা একসঙ্গেই রয়েছেন, সংসারও করছেন। তবে এ কোন খবর, যা নিয়ে তোলপাড় হতে দেখা যায় বলিউড?
একবার বলিউডের অন্দরমহলে খবর ছড়িয়ে পড়ে সলমনকেই নাকি গোপনে বিয়ে করে ফেলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। লোনাভালার এক বাংলোতে নাকি এই বিয়ে হয়। এই বিয়ের জন্য ধর্ম পরিবর্তনও করেছিলেন নাকি ঐশ্বর্য, গোপনে সেরেছেন হানিমুনও। খবর কানে যেতেই ঐশ্বর্য তা নিয়ে মুখ খোলেন। এক সাক্ষাৎকারে তাঁকে এই বিষয় প্রশ্ন করা হলে, তিনি খুব ঠাণ্ডা মাথায় উত্তর দেন, ‘যদি বিয়ে হতো, তবে গোটা বলিউড জানতে পারত। তিনি এমন সেলেবদের তালিকায় পড়েন না, যাঁরা সত্যিটা লুকিয়ে রাখে বা অস্বীকার করে। যদি হতো, তবে তিনি তা গর্বের সঙ্গেই সকলকে জানাতেন।’
প্রসঙ্গত, আজও অবিবাহিত সলমন খান। অনেকেই এখনও স্বপ্ন দেখেন, বাস্তবে এক না হলেও এই জুটি হয়তো কোনওদিন আবারও পর্দায় এক হবেন। ঐশ্বর্যের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন যখন তুঙ্গে, তখনই সলমনের সঙ্গে একাধিক ছবি ভাইরাল হতে দেখা যায়। যদিও ঐশ্বর্য কিংবা সলমন বর্তমানে যে কোনও যোগাযোগেই নেই, তা আর স্পষ্ট করে বলার অপেক্ষা রাখে না।