আরজি কর কাণ্ডের পর নতুন পদক্ষেপ ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ট ইন্ডিয়া’র। টলিপাড়ার সব প্রযোজকদের কাছে চিঠি পাঠাল ফেডারেশন। দাবি একটাই । ইন্ডাস্ট্রির সব মহিলা কলাকুশলীদের জন্য পরিস্কার-পরিচ্ছন্ন বাথরুম এবং বিশ্রামঘর প্রয়োজন। শুধু তাই নয় অনেক সময় রাতে কলাকুশলীদের বাড়ি অবধি পৌঁছে দেওয়া হয় না। কিছু কিছু সময় এমনও হয় যে বাড়ির কাছাকাছি কোথাও অনেক সময় নামানো হয়। সেটা যেন আগামী দিনে না হয়। এই দাবি জানিয়েই মেল করা হয়েছে সকল প্রযোজকদের কাছে।
এ প্রসঙ্গে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন,”মহিলা কলাকুশলী সকলেরই প্রয়োজন একটি পরিস্কার পরিচ্ছন্ন বিশ্রাম ঘর এবং বাথরুম। এছাড়াও একটি সুন্দর ক্যান্টিনের ব্যবস্থা করার কথাও আমরা বলেছি। কারণ, অনেক সময়ই স্টুডিয়োয় দেখা যায় যে কেউ কেউ গাছের তলায় বসেও খাবার খাচ্ছে। সেটা যেন না হয়। আর রাতে সব মেয়েদের যেন বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকে।” তবে এই প্রথম নয় এই দাবি আগেও জানানো হয়েছিল ফেডারেশনের তরফে।
এই মর্মে TV9 বাংলার তরফে যোগযোগ করার চেষ্টা করা হয় সিরিয়াল পাড়ার বেশ কিছু প্রযোজকের সঙ্গে। অনেকের ফোনই বেজে গিয়েছে। তবে এ প্রসঙ্গে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কর্ণধার সানি ঘোষ রায় জানিয়েছেন এই সব সুবিধাই দেওয়া হয় আগে থেকে। তিনি বলেন,”একটা মেল পেয়েছি এটা ঠিক। তবে আমি বুঝতে পারছি না হঠাত্ কেন এই মেল পাঠানো হল? সেটা কি আরজি কর কাণ্ডের প্রভাব! বলা যাচ্ছে না। তবে সমস্ত কলাকুশলীদের এই সব ধরনের সুযোগ সুবিধা আগে থেকেই আমরা দিই। আশা করছি বাকি প্রযোজকরাও আমার সঙ্গে সহমত হবেন। আশা করি বাকি প্রযোজনা সংস্থাও সব সুযোগ সুবিধা দেয় আগে থেকেই।” উল্লেখ্য, এই আরজি কর কাণ্ডের পর পরিস্থিতি খুবই উত্তপ্ত। ইন্ডাস্ট্রির অন্দর থেকেও একের পর এক নেতিবাচক ঘটনা উঠে আসছে। সেই সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত ফেডারেশন।