প্রতিবাদ-আন্দোলন-মিছিলের মাঝেই কলকাতা ছেড়ে কোথায় গেলেন ইমন?

Aug 23, 2024 | 5:32 PM

Iman Chakraborty: বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা এই গায়িকা তিলোত্তমার বিচার চেয়ে নেমেছেন পথে। গলা তুলেছেন বিচার চেয়ে। নারী নিরাপত্তা নিয়ে তুলেছেন প্রশ্ন। এবার তিনিই ঝটিকা সফরে গেলেন কোথায়?

প্রতিবাদ-আন্দোলন-মিছিলের মাঝেই কলকাতা ছেড়ে কোথায় গেলেন ইমন?

Follow Us

গায়িকা ইমন চক্রবর্তী। বরাবরই সকলের চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় তাঁর গান। হাজার হাজার দর্শক মন জয় করেছে ইমনের কণ্ঠস্বর। ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কারও। বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা এই গায়িকা তিলোত্তমার বিচার চেয়ে নেমেছেন পথে। গলা তুলেছেন বিচার চেয়ে। নারী নিরাপত্তা নিয়ে তুলেছেন প্রশ্ন। এবার তিনিই ঝটিকা সফরে গেলেন কোথায়? ইমনের সোশ্যাল মিডিয়ার পাতায় মিলল তাঁর উত্তর। পুরী মন্দির থেকে ছবি শেয়ার করলেন তিনি। বর্তমানে রয়েছেন ভুবনেশ্বরে। পুজো দিয়ে তুললেন ছবি। সকলেই ভালবাসায় ভরালেন গায়িকাকে।

প্রসঙ্গত, ইমন এখন ব্যস্ত রয়েছেন নানা শো নিয়ে। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন আন্দোলনও। আরজি কর কাণ্ডে গায়িকারাও নেমেছেন পথে। সেই মিছিলে পা মিলিয়েছিলেন ইমনও। যদিও হতে হয়েছে কটাক্ষের শিকারও। ৯ অগস্ট থেকে পাল্টে গিয়েছে গোটা রাজ্যের চেনা ছবি। বিশেষ করে কলকাতার। যেখানে দাঁড়িয়ে প্রতিটা মানুষ এখন তিলোত্তমার বিচার চেয়ে ফুঁসছে। এটা কি সত্যি আনন্দ অনুষ্ঠানের সময়? শিল্পীদের নানা মঞ্চে দেখে এই প্রশ্ন হয়তো অনেকেই করছেন। তবে কোথাও গিয়ে যে এবার তাঁরাও অপারক। সোশ্যাল মিডিয়ায় সেই কথাই এবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী।

এরই মাঝে এসেছে স্বাধীনতা দিবস, এসেছে রাখী উৎসব, আর সেই মর্মে বহু আগে থেকেই অনেক অনুষ্ঠান বাবদ শিল্পীরা অগ্রীম নিয়ে রেখেছিলেন, কথা দিয়ে রেখেছিলেন, ছিলেন চুক্তিবদ্ধ। আর সেই কারণেই কথামত মানুষকে বিনোদন দিতে উঠতে হচ্ছে মঞ্চে, ধরতে হচ্ছে গান। আর তাতেই একশ্রেণি কটাক্ষ করতে পিছপা হচ্ছে না। অনেকেই মনে করছেন রাজ্যের এই ভয়ানক পরিস্থিতিতে এনারা গান বাজনা করছেন? মজায় আছেন? এবার তাঁদেরই স্পষ্টভাষায় উত্তর দিয়েছেন ইমন।

একটি ভিডিয়ো কের জানিয়েছেন, ‘নমস্কার আমি ইমন, আমার সঙ্গে রয়েছে টিম। আমরা মেয়েদের সম্মানের জন্য, তাঁদের সম্মান রক্ষার্থে প্রতিটা মেয়ে আজ পথে নামছে। আমরা কীভাবে আজ অনুষ্ঠানটা করছি! আমরা অনুষ্ঠানটা করছি কারণ এটা আমাদের কাজ। আমাদের শিল্পীদের কাজ। আমরা যাঁরা গানবাজনা করি, মঞ্চে উঠে গান করা, স্টুডিওতে গিয়ে গান করা, অভিনয় করা, সেটা যাই বলবেন না কেন, কাজটা আমাদের করতেই হবে। তাই কোনও বক্তব্য রাখার আগে আমরা যদি একটু সহানুভুতিশীল হই, আমার মনে হয় সেটা সকলের জন্যই ভাল। আপনারাও ভাল থাকুন, শিল্পীদেরও ভাল থাকতে দিন।’

Next Article