বিদেশ থেকে ফিরেই একবার হাসপাতাল আর বাড়ি করতে হচ্ছে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে। সঙ্গে রয়েছেন বান্ধবী রুক্মিণী মৈত্র। আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন নায়কের বাবা গুরুপদ অধিকারী। আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে এখনও পর্যন্ত একটা দিনও দেখা যায়নি নায়ককে। কারণ, তিনি এত দিন শহরে ছিলেন না। এবার বাড়ি ফিরতেই অন্য বিপদ। হার্টের সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতার বাবা।
বাড়িতে এমন বিপদ স্বাভাবিক ভাবে এই মুহূর্তে তিনি পরিবারকেই সময় দেবেন। হাসপাতাল থেকে রুক্মিনী আর দেবের বার হওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই দেখেছেন দর্শক। কিন্তু কোনও কথাই শুনতে বা বুঝতে রাজি নয় দর্শকের একাংশ। উগরে দিয়েছেন একগুচ্ছ ক্ষোভ। নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে সমাজমাধ্যমের পাতা। শুধু তাই নয় সাংসদ দেবকে চাঁচাছোলা ভাষায় আক্রমণও করেছেন।
কেউ মন্তব্য করেছেন,”মেরুদণ্ডহীন নায়ক। তাঁর পরিচয় আমরা পেয়ে গিয়েছি।” আবার কারও মন্তব্য,”বাবাকে আরজি করে ভর্তি করলেন না কেন?” আবার কেউ লিখেছেন,”এই পরিস্থিতিতে পিঠ বাঁচানোর জন্য বাবার অসুস্থতার মিথ্যে নাটক করছেন।” এ বিষয়ে কোনও রকম প্রতিক্রিয়া দেননি নায়ক। এখনও পর্যন্ত তিনি চুপ।
বুধবারই দেশে ফিরেছেন অভিনেতা। সে দিন রাতেই তড়িঘড়ি তাঁর বাবাকে ভর্তি করানো হয় হাসপাতালে। সূত্রের খবর,নায়কের বাবার হার্টের সমস্যা। তবে খুব একটা চিন্তার কিছু নেই বলেই শোনা যাচ্ছে। বৃহস্পতিবার যতক্ষণ না চিকিত্সকের সঙ্গে কথা বলা হচ্ছে তত ক্ষণ কিছু জানা যাচ্ছে না। তবে নায়ক এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি। রাতে হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল অভিনেতাকে। তার পর থেকেই শুরু হয় আলোচনা। সূত্র বলছে, একটাই নিশ্চিন্ততা যা ঘটেছে সবটাই অভিনেতার শহরে ফেরার পর। গত ১০ দিন দেশের বাইরে ছিলেন দেব। তবে অভিনেতার বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। এখনও রিপোর্ট আসা বাকি।