কেমন পাত্রের হাতে সুহানাকে দিতে পারবেন না শাহরুখ? রাখঢাক না করেই জানিয়ে দিলেন…

Aug 23, 2024 | 5:56 PM

Suhana-Shahrukh: একটা সময় ছিল যখন গৌরী খান ও তাঁর পরিবার শাহরুখ খানকে মেনে নিতে মোটেও ছিলেন না রাজি। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ধর্মীয় কারণে এই বাধা। শাহরুখ খান মুসলমান, অন্যদিকে গৌরী খান হিন্দু, তাই নাকি প্রাথমিকভাবে পরিবার ও বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এই বিয়েতে বাধা সৃষ্টি করা হয়েছিল।

কেমন পাত্রের হাতে সুহানাকে দিতে পারবেন না শাহরুখ? রাখঢাক না করেই জানিয়ে দিলেন...

Follow Us

শাহরুখ খান ও গৌরী খান, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের প্রেম থেকে শুরু করে সংসার, সবটাই বারবার দর্শকদের নজর কেড়েছে। শূন্য থেকে শুরু করে আজ বলিউডের সুপারস্টার শাহরুখ খান। আজ তাঁর মতো পুরুষকে স্বামী হিসেবে পেতে বহু মেয়ে চান, কিন্তু একটা সময় ছিল যখন গৌরী খান ও তাঁর পরিবার শাহরুখ খানকে মেনে নিতে মোটেও ছিলেন না রাজি। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ধর্মীয় কারণে এই বাধা। শাহরুখ খান মুসলমান, অন্যদিকে গৌরী খান হিন্দু, তাই নাকি প্রাথমিকভাবে পরিবার ও বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এই বিয়েতে বাধা সৃষ্টি করা হয়েছিল।

এই প্রসঙ্গে একবার বিবিসির সামনে মুখ খুলেছিলেন শাহরুখ খান। তিনি সেদিন বলেছিলেন, ”এখন আমি স্যুট পরি, চুল পরিপাটি করে আঁচড়ানো থাকে, এখন আমি প্রতিষ্ঠিত কিন্তু যখন আমি গৌরীর হাত চাইতে গিয়েছিলাম, তখন আমার চুল থাকতো এলোমেলো, পরিপাটি হয়ে থাকতাম না, পাশাপাশি আমার আমি অন্য ধর্মের। এখানেই শেষ নয়, আবার আমার ইচ্ছে আমি অভিনেতা হতে চাই। এরকম একটা পাত্রকে কেইবা মেনে নেয়। সেই অবস্থায় আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে আমিও এই সম্পর্কে সম্মতি দিতাম না। আমায় যদি কেউ ওই এলোমেলো অবস্থায় এসে বলত, আমি অভিনেতা হতে চাই, তখন আমি নিঃসন্দেহে উত্তর দিতাম, আমি ধাক্কা মেরে বার করে দেওয়ার আগে নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাও। শাহরুখের কথায় গৌরী খান ও তাঁর পরিবারের কোথাও কোনও ভুল ছিল না।” কিং স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এমনটা মনে হওয়ায় স্বাভাবিক।

শাহরুখ খান যখন কেরিয়ার শুরু করেননি, তখন গৌরী খানদের পারিবারিক পরিস্থিতি ছিল ভীষণ ভাল। বিভিন্ন পার্টিতে দেখা যেত গৌরীকে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তিনি, শাহরুখের ছিল না তখন নিজের মাথা গোজার ঠাঁইও। সেই পরিস্থিতিতেই তিনি স্থির করেছিলেন, গৌরী খানকে বিয়ে করবেন।

Next Article