আসছে ‘দৃশ্যম’-এর হিন্দি সিক্যুয়েল, অজয়ের সঙ্গে দেখা যাবে তাব্বুকে

ছবির প্রথম অংশের ধারাবাহিকতা বজায় রেখেই আসতে চলেছে ‘দৃশ্যম ২’। ‘দে দে প্যায়ার দে’র পর আবার পুরোনো বন্ধু তাব্বুর সঙ্গে বড়পর্দায় দেখা যাবে অজয় কে।

আসছে ‘দৃশ্যম’-এর হিন্দি সিক্যুয়েল, অজয়ের সঙ্গে দেখা যাবে তাব্বুকে
Follow Us:
| Updated on: Feb 19, 2021 | 7:54 PM

শুক্রবার আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে মোহনলালের ‘দৃশ্যম’। যা ইতিমধ্যেই দর্শকমহলে কুড়িয়েছে ভূয়সী প্রশংসা । হিন্দিতে দৃশ্যমএর প্রথম সিজনও বেশ প্রশংসিতও হয়েছিল। ছবির প্রথম অংশের ধারাবাহিকতা বজায় রেখেই আসতে চলেছে ‘দৃশ্যম ২’।

বলিউড সূত্রে খবর অজয় দেবগন এবং কুমার মাঙ্গাত সেইদিন থেকে দৃশ্যম২ এর পুননির্মাণের অধিকার কেনার সিদ্ধান্ত নিয়ে্ছিলেন যেদিন এই ছবির ঘোষণা হয়। আপাতত শুটিংয়ের জন্য তারিখ বাছাই করছেন অজয়। সম্ভবত চলতি বছরের শেষেই শুরু করবেন নতুন ছবির কাজ। ‘দে দে প্যায়ার দে’র পর আবার পুরোনো বন্ধু তাব্বুর সঙ্গে বড়পর্দায় দেখা যাবে অজয় কে।অন্যান্য ছবিগুলির কাজ নায়ক গুছিয়ে নিলেই এই বছরের শেষদিকে নির্মাতারা শুরু করবেন ‘দৃশ্যম ২’ এর শুটিং। আশা করা যাচ্ছে নতুন বছরেই মুক্তি পাবে দৃশ্যমের হিন্দি সিক্যুয়েল।

আরও পড়ুন:অনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আদিত্য রায় কাপুর

শ্রিয়া সরণ, ইশিতা দত্তকেও কি দেখা যাবে এই সিক্যুয়েলে? আশা করা যাচ্ছে পুরোনো সদস্যদেরকেও দেখা যেতে পারে এই সিক্যুয়েলে। তবে পরিচালক নিশিকান্ত কামাতের মৃত্যুর পর এই সিক্যুয়েল পরিচালনা নিয়ে বেশ চিন্তিত অজয় এবং কুমাররা।সুজয় ঘোষ সহ বেশ অনেকগুলি নাম উঠে এলেও, সম্ভবত হিন্দি সিক্যুয়েলও পরিচালনা করবেন জিতু জোসেফ।