AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গায়কের প্যান্ট ধরে টান! ভারতে এসে বিপাকে একন

অনুরাগীদের চিল চিৎকারকে সঙ্গে করেই একের পর এক গান গেয়ে যাচ্ছিলেন একন। কিন্তু হঠাৎই বিপত্তি। স্টেজের একেবারে সামনে গিয়ে গান গাওয়ার সময়ই হেনস্থার শিকার হন শিল্পী। অনুরাগীরা এমনভাবে তাঁকে স্টেজ থেকে নামানোর চেষ্টা করে যে, রীতিমতো পড়েই যাচ্ছিলেন একন।

গায়কের প্যান্ট ধরে টান! ভারতে এসে বিপাকে একন
| Updated on: Nov 17, 2025 | 1:26 PM
Share

এসেছিলেন গান গাইতে, কিন্তু ব্যাপারটা যে এমন হবে, তা আন্দাজও করতে পারেননি মার্কিন গায়ক একন। আর যখন গোটা ঘটনা ঘটল, তখন তো হতবাক তিনি!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি ভারতীয় কনসার্ট সফরে বেঙ্গালুরুতে অনুষ্ঠানের জন্য এসেছিলেন জনপ্রিয় মার্কিন পপতারকা একন। অনুষ্ঠান শুরুর পর থেকেই গায়ককে নিয়ে উন্মাদনা ছিল দেখার মতো। অনুরাগীদের চিল চিৎকারকে সঙ্গে করেই একের পর এক গান গেয়ে যাচ্ছিলেন একন। কিন্তু হঠাৎই বিপত্তি। স্টেজের একেবারে সামনে গিয়ে গান গাওয়ার সময়ই হেনস্থার শিকার হন শিল্পী। অনুরাগীরা এমনভাবে তাঁকে স্টেজ থেকে নামানোর চেষ্টা করে যে, রীতিমতো পড়েই যাচ্ছিলেন একন। শুধু তাই নয়, স্টেজ থেকে গায়ককে নিচে টেনে নিয়ে আসার জন্য অনুরাগীরা একনের প্যান্ট ধরে টানতে শুরু করে। এক সময় একনের প্যান্ট প্রায় খুলে যাওয়ার অবস্থা!

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে প্য়ান্ট সামলাতে নাজেহাল একন। তবুও মাথা গরম করেননি গায়ক। এমনকী, হেনস্থার শিকার হয়েও গান থামাননি।

View this post on Instagram

A post shared by Zumair Khaja (@zumairkhaja)

নেটপাড়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ মনে করেন, ভারতীয় শ্রোতারা যদি এমন করেন, তাহলে বিদেশ থেকে জনপ্রিয় শিল্পীরা ভারতে আর কনসার্ট করতে আসবেন না। অনেকে আবার গায়কের নিরাপত্তাকে আরও কঠোর করার কথা বলছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, গায়ককে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে কেন এগিয়ে আসেননি নিরাপত্তারক্ষীরা।