AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাদামাটা পোশাকে হলের বাইরে দাঁড়িয়ে অক্ষয়, ছুটে গেলেন সকলের কাছে, কেউ চিনতেই পারলেন না?

অধিকাংশই জানালেন, ছবি তাঁদের বেশ ভালই লেগেছে। বর্তমানে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখ।

সাদামাটা পোশাকে হলের বাইরে দাঁড়িয়ে অক্ষয়, ছুটে গেলেন সকলের কাছে, কেউ চিনতেই পারলেন না?
| Edited By: | Updated on: Jun 09, 2025 | 5:42 PM
Share

অক্ষয় কুমার। বক্স অফিসে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে গত কয়েকবছরে অক্ষয় কুমারের ঝুলিতে ফ্লপের সংখ্যা ক্রমেই বেড়েছে। যদিও তিনি চেষ্টা ছাড়তে নারাজ। একের পর এক ছবি করে যাচ্ছেন বলিউডের খিলাড়ি স্টার। সদ্য মুক্তি পেয়েছে তাঁর জনপ্রিয় সিরিজ হাউসফুলের পঞ্চম ছবি। হাউসফুল ৫ চলছে বেশ। বিশাল সাড়া না ফেললেও দর্শক হলে যাচ্ছেন। ছবি দেখছেন। তাই এবার মাঠে নামলেন নায়ক। প্রেক্ষাগৃহের সামনে পৌঁছে গেলেন। প্রত্যেককে জিজ্ঞেস করলেন, ছবি কেমন লেগেছে। কেউ উত্তর দিলেন, কেউ আবার সাধারণ ব্লগার ভেবে এড়িয়ে গেলেন। কিন্তু কেউ চিনতেই পারলেন না অক্ষয়কে। কেন জানেন?

পরণে ছিল সাধারণ পোশাক। মুখে ছিল মাস্ক। অক্ষয়ের সঙ্গে কথা বলার সুবাদে, যাতে দর্শক মিথ্যে রিভিউ না দেয়, তাই তিনি মুখ ঢেকে নিয়েছিলেন মাস্কে। আর হাতে মাইক্রোফোন নিয়ে পৌঁছে গেলেন সকলের কাছে। অধিকাংশই জানালেন, ছবি তাঁদের বেশ ভালই লেগেছে। বর্তমানে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখ।

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

সদ্য অজয় দেবগণের ‘রেইড ২’ দর্শক মনে জায়গা করে নিয়েছে। তারপরই মুক্তি পায় ‘হাউসফুল ৫’। আর তাই দর্শকদের কাছে পৌঁছে গেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ভিডিয়ো শেয়ার করে নিলেন নায়ক। ক্যাপশনে লিখলেন, “এমনই স্থির করলাম, মুখে কিলার মাস্ক পরে দর্শকদের ইন্টারভিউ করব। হাউসফুল ৫ দেখে দর্শক বেরচ্ছেন বান্দ্রার এক প্রেক্ষাগৃহ থেকে।”