AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্ত্রীয়ের জন্মদিনে অক্ষয়ের ‘কিউট’ পোস্ট, আর টুইঙ্কল উইশ করলেন অন্য কাউকে!

জন্মদিনে নিজের ইনস্টা হ্যান্ডেলে টুইঙ্কল পোস্ট করেছেন এক সাদা-কালো ছবি। প্রতিবার তিনি তাঁর জন্মদিনে পোস্ট করেন এরকম এক ছবি।

স্ত্রীয়ের জন্মদিনে অক্ষয়ের ‘কিউট’ পোস্ট, আর টুইঙ্কল উইশ করলেন অন্য কাউকে!
অক্ষয়-টুইঙ্কল
| Updated on: Dec 29, 2020 | 3:48 PM
Share

আজ স্ত্রী টুইঙ্কলের জন্মদিন (Twinkle Khanna)। সকাল সকাল নিজের ইনস্টা হ্যান্ডেলে মিষ্টি এক মেসেজে ছবি পোস্ট করেছন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। অভিনেতা-লেখক টুইঙ্কেলের বুদ্ধিদীপ্ত পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচ্যের বিষয় হয়ে ওঠে। তবে এবার অক্ষয়ের পোস্ট কিন্তু ‘হিউমারাস’ টুইঙ্কলকেও ব্যক ফুটে করে দিলেন। আর অন্যদিকে অক্ষয়-টুইঙ্কেলর মতো ‘স্টেডি’ কাপল’-এর ছবিতে হুড়মুড়িয়ে পড়ছে ইম্প্রেশনস। অক্ষয় যে ছবি পোস্ট করেন, তাতে, অক্ষয় এবং টুইঙ্কল দু’জনেই সাইকেলের সামনে দাঁড়িয়ে আছেন। বোধহয় সাইকেল রাইডে বেরিয়েছিলেন। ঘিয়ে রঙের টপ ও ডেনিম, চোখে হলুদ সানগ্লাস পরেছেন টুইঙ্কল খান্না। ব্ল্যাক হুডি, তাতে রয়েছে মোনালিসার ছবি। ব্ল্যাক জগার্স আর পায়ে সাদা স্নিকার্সে  দাঁড়িয়ে মিস্টার ‘খিলাড়ি’।

আরও পড়ুন ইরফান উটের সঙ্গে কথা বলত, তারাদের সঙ্গে কথোপকথন চলত: স্ত্রী সুতপা

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

সে ছবির ক্যাপশানে অক্ষয় লেখেন  “আবার এক বছর আসতে চলেছে। আবার জীবনে এমন সিদ্ধান্ত নিতে হবে যা প্রশ্নের মুখে পড়বে। আমি এটা ভেবে খুশি হই যে সিদ্ধান্তগুলো আমরা দু’জনে মিলে নেব। শুভ জন্মদিন টিনা।”

টুইঙ্কল খান্না নিজের জন্মদিনে বাবা রাজেশ খান্নার সঙ্গে ছোটবেলার এক সাদা-কালো ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টা হ্যান্ডেলে। প্রতিবারই তিনি এটা করে থাকেন। কারণ বাবা এবং মেয়ের জন্মদিনের তারিখ এক। এক সুন্দর মেসেজও লিখেছন টুইঙ্কল। তাঁর ফ্যানেরা যেমন তাঁর বাবা রাজেশ খান্নাকেও শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনই মেয়েকেও। ববি দেওয়াল, সোনালি বেন্দ্রে, মালাইকা আরোরা খান, রকুলপ্রীত সিং সবাই টুইঙ্কলকে উইশ করছেন তাঁর জন্মদিনে।