বরাবরই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়া তাঁর অভ্যেস। সন্ধে সাতটার মধ্যে ডিনার শেষ করে রাত নটার মধ্যে ঘুমিয়ে পড়েন। ফিট চেহারা ধরে রাখার এটাই একমাত্র মন্ত্র তাঁর। তিনি অর্থাৎ বলিউড (Bollywood) অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। বছরের প্রথম দিনের সূর্যোদয় ফ্রেমবন্দি করে রাখলেন তিনি।
ভোরবেলা ঘুম ভেঙে যাওয়ার অভ্যেস থাকায়, বছরের প্রথম সূর্যোদয় মিস করেননি অক্ষয়। কিন্তু যাঁরা মিস করলেন, তাঁদের জন্য সেই মাহেন্দ্রক্ষণ ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। সঙ্গে পাঠ করলেন গায়ন্ত্রী মন্ত্র। প্রত্যেকের সাফল্য এবং আনন্দের জন্য এই মন্ত্রোপাঠ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের এভাবেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
কিছুদিন আগে নয়াদিল্লিতে সারা আলি খান এবং ধনুষের সঙ্গে আতরাঙ্গি রে-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন অক্ষয়। অন্যদিকে বাণী কপূর, পৃথ্বীরাজ এবং মানুষী চিল্লারের সঙ্গেও একটি ছবি করছেন তিনি। নতুন বছর নতুন ভাবে শুরু করতে চান অক্ষয়। পুরনো সব খারাপ লাগাকে ভুলে আরও একটা নতুন দিন হিসেবেই দেখতে চান আজকের দিনটা। তিনি বিশ্বাস করেন, ধৈর্য্য ধরলে ভাল ফল পাওয়া যাবেই। তাই করোনা আতঙ্কের মধ্যেও শান্ত হয়ে ভাল দিনের অপেক্ষা করেছেন। অনুরাগীদেরও একই পরামর্শ দিয়েছেন অক্ষয়।
আরও পড়ুন, বচ্চন পরিবারের বর্ষ শেষের পার্টিতে কী কী হল?