১২ জুলাই। গালা বিবাহ আসর বসেছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ডের। গোটা বিশ্ব থেকে বিভিন্ন স্টার থেকে বিশেষ ব্যক্তিরা যে অনুষ্ঠানে নিমন্ত্রিত, সেখানেই এবার হাজির থাকতে পারছেন না অক্ষয় কুমার। সদ্য সরফিরে ছবির প্রমোশন শেষ করেছেন অভিনেতা। তারই মাঝে হঠাৎই এই বিপত্তি। গোটা বলিউড যেখানে উপস্থিত হয়েছে, টানা ৭ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীত, মেহেন্দি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যাওয়া হল না অক্ষয়ের। কারণ একটাই, করোনার কোপ। অক্ষয় কুমার সাধারণত এই ধরনের কোনও অনুষ্ঠানেই উপস্থিত থাকেন না। কিন্তু এক্ষেত্রে অনন্ত নিজে গিয়ে অক্ষয় কুমারকে নিমন্ত্রণ করে এসেছিলেন। ফলে সকলেই আশা করেছিলেন যে, ছকভেঙে এবার তিনি এই বিয়েতে উপস্থিত থাকবেন, তবে তেমনটা হতে দিল না পরিস্থিতি।
সূত্রের খবর, শেষ ছবি সরফিরে-র প্রমোশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরই তিনি স্থির করেন করোনা পরীক্ষা করবেন। কারণ তাঁর সেটের বেশ কয়েকজন করোনা পজিটিভ হয়েছেন। তারপরই এই সিদ্ধান্ত নেন অভিনেতা। শুক্রবার সকালেই এসেছে রিপোর্ট। যার ফলে ছবির শেষ প্রমোশন ও অম্বানিদের বিয়ে, দুটো অনুষ্ঠানেই উপস্থিত থাকতে পারলেন না। এই খবর খারাপ হলেও, অক্ষয় কুমার যে ধরনের ব্যক্তিত্ব, তিনি সকলের সুরক্ষার কথা মাথায় রেখে খবর পেতেই নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছেন।
তবে এখনও যে কাটেনি করোনার প্রকোপ, তা মাঝে মধ্যেই জানান দিয়ে যায়। কারণ বহুবার দেখা গিয়েছে, বিভিন্ন স্টার থেকে সাধারণ মানুষ, মাঝে মধ্যেই করোনায় আক্রান্ত হচ্ছেন। যদিও তা নিয়ে খুব একটা চিন্তার ভাঁজ দেখা যায় না কারও কপালে। করোনা যে কখনই ছেড়ে যাওয়ার নয় তা জানাই ছিল। তাই মাঝে মধ্যেই এমন খবর নজরে আসে। যদিও কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাচ্ছেন সকলে।