রূপঙ্করময় হতে চলেছে শনিবারের সন্ধ্যা, আগে যা করেননি, তাই করবেন এবার

Sneha Sengupta |

Jul 12, 2024 | 4:55 PM

Rupankar Bagchi: আগামী শনিবারের সন্ধ্যা হতে চলেছে রূপঙ্করময়। কেবল নিজের গান নয়, রূপঙ্কর বাগচী গাইবেন অন্যের গানও। এমন গানও গাইবেন, যা আগে কোনওদিনও গাননি কোনও অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে কবিতা পাঠও।

রূপঙ্করময় হতে চলেছে শনিবারের সন্ধ্যা, আগে যা করেননি, তাই করবেন এবার
রূপঙ্কর বাগচী।

Follow Us

আগামীকাল ( শনিবার, ১৩ জুলাই, ২০২৪) সন্ধ্যাটা রূপঙ্করময় হতে চলেছে। মধ্য-কলকাতার এক প্রেক্ষাগৃহে গান গাইবেন শিল্পী। এমনিতে নিজের গানই তিনি গান সব জায়গায়। তবে এই অনুষ্ঠানের রয়েছে অন্য আকর্ষণ। এই অনুষ্ঠানে এমনকিছু সুরে ভাসবেন রূপঙ্কর, যা আগে কোনও অনুষ্ঠানেই ভাসেননি। নিজের গানের পাশাপাশি অন্যের গানও গাইবেন তিনি। সেই সঙ্গে থাকবে কবিতা পাঠও। গানে-কবিতার এক অনন্য সন্ধ্যা রূপঙ্কর উপহার দিতে চেলেছেন তাঁর মগ্ন শ্রোতাদের।

এ দিন রূপঙ্কর গাইবেন রবীন্দ্রনাথ, নজরুল, তিন কবি, ভূপেন হাজারিকা, সত্যজিৎ রায়, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন, গৌতম চট্টোপাধ্যায়ের গান। তারপর মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, ক্রসউইন্ডস, শ্যামল মিত্র, প্রতুল মুখোপাধ্যায় তো আছেনই। এ কাল থেকে সেকাল–সব ধরনের গানই গাইবেন রূপঙ্কর। অনুষ্ঠান সম্পর্কে টিভি নাইন বাংলাকে রূপঙ্কর বলেছেন, “আমি এমন অনেক গান গাইব, যা আগে কোনওদিনও গাইনি। সেরকমটাই চেয়েছিলেন অনুষ্ঠান আয়োজকেরা। আমারও বিষয়টা অন্যরকম মনে হল। নিজের গান তো গাইবই। মান্না দের মতো শিল্পীরও গান গাইব এবার। সঙ্গে রয়েছে কবিতাও।” অল্পবিস্তর কবিতা লেখেন রূপঙ্কর। তবে সাফ জানালেন, নিজের কবিতা তিনি পাঠ করবেন না অনুষ্ঠানে। অন্য কবিদের লেখনীকেই তুলে ধরবেন গানের ফাঁকে-ফাঁকে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে আছে রূপঙ্করের গানের অনুষ্ঠানের নানা ছবি। গান গাইতে-গাইতে শ্রোতাদের সঙ্গে গল্প জুড়ে দেন তিনি। তুলে ধরেন কবিতা-সাহিত্যের উদ্ধৃত অংশ। বোঝাই যায়, কেবল গান নয়, সাহিত্যের সাগরেও ডুবে থাকেন রূপঙ্কর।

Next Article