অক্ষয় কুমার। কেরিয়ারের শুরু থেকেই একগুচ্ছ বাধা যাঁর পথে এসেছে তিনিই আজ বলিউডে রাজত্ব করছেন। নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। যার ফলে একটা সময়ের পর পরিবারের সকলেই আশা করে ছিলেন যে তিনি সংসারের দায়িত্ব নেবেন। তখন অক্ষয় কুমার ভেবেও দেখেননি যে তিনি আদপে কোনওদিন অভিনয় জগতে আসবেন। সবটাই ছিল তাঁর ভাগ্যে। যা তিনি নিজেও জানতেন না। তাই কেরিয়ারের শুরুটা নেহাতই ঝড়ের মুখে পড়তে হয়েছিল তাঁকে বারবার। কখনও তিনি মার্শাল আর্টের শিক্ষা নিয়েছিলেন, তখনও আবার গয়নার দোকানে কাজ করেছেন। আজ তিনি কত কোটির মালিক। বলিউডের অন্যতম স্তম্ভ অক্ষয় কুমারের কেরিয়ারের শুরুর কাহিনি অনেককেই কাঁদিয়ে দিতে পারে।
জানেন কি যে সুপারস্টার কবে কলকাতায় আসবেন, তার অপেক্ষায় আপনি হয়তো দিনগুনছেন, সেই সুপারস্টার একটা সময় কলকাতার কোনও এক কোণে বসে কত মানুষের অপেক্ষা করেছেন। তখন তাঁকে কেউ চিনতেন না। অক্ষয় কুমার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, তিনি বেশ কিছু বাচ্ছাকে মার্শাল আর্টের ট্রেনিং দিতেন। তাদের মধ্যেই একজনের অভিভাবক অক্ষয় কুমারকে একটি বিজ্ঞাপনের প্রস্তাব দিয়েছিলেন। অক্ষয় কুমার তখন বিষয়টা বোঝেননি। গিয়েছিলেন টাকার জন্য। গিয়ে দেখলেন, কটা ছবি তুলে তিনি খাবারও পেলেন, ৫০০০ টাকাও পেলেন। পরিশ্রমও হল না। তখন তিনি স্থির করেন মডেলিং করবেন। আর সেই থেকেই শুরু।
এরপর তিনি ঠিক করেন নিজের একটি পোর্ট ফোলিও বানাবেন। কিন্তু তেমনটা করার জন্য বিশেষ টাকা ছিল না তাঁর কাছে। তাই তখন তিনি স্থির করলেন, বাইরে কোথাও, সমুদ্র সৈকতে তুলবেন বেশ কিছু ফোটো। একটা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে, ভেতর থেকে বেরিয়ে আসেন নিরাপত্তি রক্ষী। দরজার সামনে কেন এসব হচ্ছে, প্রশ্ন করে সেখান থেকে তাড়িয়ে দেন তিনি অক্ষয় ও তাঁর চিত্রগ্রাহককে। অক্ষয় কুমার ঠিক করেছিলেন সেই বাড়িটিই কিনবেন তিনি। বর্তমানে সেই লোকেশনেই থাকেন অক্ষয় কুমার। নিজের পরিশ্রমে প্রমাণ করে দিয়েছিলেন, তিনি চাইলেই পারেন। পেরেওছেন।