‘বাচ্চাকে বাড়িতে রেখে তামাশা’, ভরা সভায় আলিয়া-রণবীরকে দেখে মেজাজ হারালেন…

Jan 29, 2024 | 1:39 PM

Alia-Ranbir Trolled: আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুর যে ব্যবহার করেছিলেন, তা অনেকের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। তারপর থেকেই বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। তবে সত্যি কি এই জুটির মধ্যে সম্পর্কের সমীকরণ পাল্টে যাচ্ছে একেবারেই নয়। আবারও সকলের নজর কেড়ে সভার মাঝে প্রাণকেন্দ্র হয়ে উঠলেন তাঁরা। 

বাচ্চাকে বাড়িতে রেখে তামাশা, ভরা সভায় আলিয়া-রণবীরকে দেখে মেজাজ হারালেন...

Follow Us

বেশ কিছু মাস হল সোশ্যাল মিডিয়ায় একাধিক সম্পর্ক চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। যার মধ্যে অন্যতম হল আলিয়া ভাট ও রণবীর কাপুরয। যাঁদের সাধারণত বলিপাড়ার লাভবার্ড বলা হয়, সেই জুটির মধ্যেই নাকি সম্পর্কের সমীকরণ ঠিক নেই। সন্তানের মুখ চেয়েই নাকি তাঁরা একে অন্যের সঙ্গে থাকছেন। সত্যিটা যদিও এমন নয়। ছোটখাট বিবাদ কিংবা ভুল বোঝাবুঝি কোন সম্পর্কেই না থাকে। সেলেব বলে যে তাঁদের জীবনের সমীকরণ পাল্টে যাবে এমনটা তো নয়। তবুও নেটিজেনদের চুপ করিয়ে রাখা দায়। সুযোগ পেলেই তিলকে তাল করতে সময় লাগে না। তাই অ্যানিম্যাল ছবির সাকসেস পার্টিতে আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুর যে ব্যবহার করেছিলেন, তা অনেকের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। তারপর থেকেই বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। তবে সত্যি কি এই জুটির মধ্যে সম্পর্কের সমীকরণ পাল্টে যাচ্ছে একেবারেই নয়। আবারও সকলের নজর কেড়ে সভার মাঝে প্রাণকেন্দ্র হয়ে উঠলেন তাঁরা।

আলিয়া ভাট ও রণবীর কাপুর রবিবার রাতে গোটা বিটাউনের মতই উপস্থিত ছিলেন গুজরাতে। ৬৯ তম ফিল্মফেয়ার-এ এই জুটি জিতে নিলেন সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার। রকি অউর রানি কি প্রেম কাহিনি ও অ্যানিম্যাল-এর জন্য তাঁরা পেলেন এই পুরস্কার। তবে এদিন মধ্য রাতে এমন কী ঘটালেন যে তাঁদের নিয়ে রীতিমত চর্চা উঠল তুঙ্গে। আলিয়া ভাটের জেল্লা যেন এদিন ফেটে পড়ছিল। রণবীর ও আলিয়া এদিন সারা অনুষ্ঠানে ছিলেন লাইম লাইটের কেন্দ্রে।

আর অ্যানিম্যাল-এর নাম ঘোষনা করে মাত্রই রণবীর কাপুর ও আলিয়া ভাট মাথায় গ্লাস নিয়ে নাচতে শুরু করে দিলেন অ্যানিম্যাল ছবির বিখ্যাত গান জামাল কুদু-তে। সেই ভিডিয়ো এখন নেট দুনিয়ায় ভাইরাল। আর সেই কাণ্ড দেখেই সোশ্যাল মিডিয়ায় একশ্রেণির প্রশ্ন, ‘বাচ্চাকে বাড়িতে রেখে এ কেমন তামাশা’। একশ্রেণি এদিন যখন ব্যস্ত এই জুটিকে আক্রমণ করতে, ঠিক সেই সময় আবার অপর শ্রেণি এই জুটির মাঝে মিষ্টি সম্পর্কের সমীকরণ দেখে প্রশংসা করে ফেললন স্বস্তির নিঃশ্বাস।

Next Article