পরম নন, কে চুমু খেলেন পিয়াকে? সত্যি এল সামনে…

Sneha Sengupta |

Jan 29, 2024 | 1:26 PM

Piya Chakraborty-Parambrata Chattopadhyay: পিয়া গালে কে দিল আদরমাখা চুমু? তাঁর এই হাসিতে ভরা মুখ দেখে একজন বলেছেন, "তোমাকে দেখে মনে হচ্ছে, সত্যিই তুমি খুব ভাল আছ।" কেউ বলেছেন, "চুলে আগুন, মনে ফাগুন।"

1 / 8
২৭ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন টলিউডের সবচেয়ে এলিজিবল ব্যাচেলর অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা পিয়া চক্রবর্তী।

২৭ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন টলিউডের সবচেয়ে এলিজিবল ব্যাচেলর অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা পিয়া চক্রবর্তী।

2 / 8
তাঁদের বিয়ের খবর জানত না প্রায় কেউই। ফলে খবর আসতেই অনেকে চমৎকৃত হয়েছেন। চমকিত হয়েছেন দু'জনের ইন্ডাস্ট্রির বন্ধুরাও।

তাঁদের বিয়ের খবর জানত না প্রায় কেউই। ফলে খবর আসতেই অনেকে চমৎকৃত হয়েছেন। চমকিত হয়েছেন দু'জনের ইন্ডাস্ট্রির বন্ধুরাও।

3 / 8
বিয়ের পর রিসেপশন পার্টিও দিয়েছিলেন পিয়া-পরম। এবং সেই রিসেপশন পার্টির আগে সাজুগুজু করেছেন তাঁরা। পরমব্রত কাটেন চুল। পিয়া চুলে রং করান।

বিয়ের পর রিসেপশন পার্টিও দিয়েছিলেন পিয়া-পরম। এবং সেই রিসেপশন পার্টির আগে সাজুগুজু করেছেন তাঁরা। পরমব্রত কাটেন চুল। পিয়া চুলে রং করান।

4 / 8
চুলে লাল হাইলাইটস করিয়েছিলেন পিয়া। সেই হাইলাইটস চুল নিয়ে রোদে বসে কিছু সেলফি তুলে পোস্ট করেছেন গায়িকা-সমাজসেবী।

চুলে লাল হাইলাইটস করিয়েছিলেন পিয়া। সেই হাইলাইটস চুল নিয়ে রোদে বসে কিছু সেলফি তুলে পোস্ট করেছেন গায়িকা-সমাজসেবী।

5 / 8
ক্যাপশনে লিখেছেন, "শীতকালীন সূর্য, সান কিসড"। ছবিতে সূর্যের কিরণ এসে পড়েছে পিয়ার চুলে-মুখে।

ক্যাপশনে লিখেছেন, "শীতকালীন সূর্য, সান কিসড"। ছবিতে সূর্যের কিরণ এসে পড়েছে পিয়ার চুলে-মুখে।

6 / 8
অন্য অনেক তারকার মতোই তিনি সান-কিসড হয়েছেন। এটা এখন একটা ট্রেন্ড। সূর্যের আলো গায়ে মেখে এভাবেই ছবি তুলে পোস্ট করার ফ্যাশন এখন। সেলফির সুন্দর নাম--সান কিসড।

অন্য অনেক তারকার মতোই তিনি সান-কিসড হয়েছেন। এটা এখন একটা ট্রেন্ড। সূর্যের আলো গায়ে মেখে এভাবেই ছবি তুলে পোস্ট করার ফ্যাশন এখন। সেলফির সুন্দর নাম--সান কিসড।

7 / 8
পরমব্রতকে বিয়ে করার পরদিনই পিয়াকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাঁর কিডনিতে হয়েছিল একটি ছোট্ট পাথর।

পরমব্রতকে বিয়ে করার পরদিনই পিয়াকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাঁর কিডনিতে হয়েছিল একটি ছোট্ট পাথর।

8 / 8
নতুন জীবন শুরু করার আগে পিয়া পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন এই পাথরটিকেও।

নতুন জীবন শুরু করার আগে পিয়া পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন এই পাথরটিকেও।

Next Photo Gallery