দীপিকার বেবিবাম্প মিথ্যে? স্পষ্ট ইঙ্গিত দিয়ে মতামত জানালেন আলিয়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 23, 2024 | 7:39 PM

Bollywood Gossip: নেটদুনিয়া যখন এভাবেই দীপিকাকে কটাক্ষ করতে ব্যস্ত, তখন দীপিকার পাশে দাঁড়ালেন আলিয়া। একটা লাইকে স্পষ্ট করে দিলেন, তিনিও মনে মনে কী বলতে চান। 

দীপিকার বেবিবাম্প মিথ্যে? স্পষ্ট ইঙ্গিত দিয়ে মতামত জানালেন আলিয়া

Follow Us

মাস কয়েক আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যদিও বেশ কিছু সময় কেটে গেলেও তাঁর বেবিবাম্প দেখতে না পাওয়ায় তিনি আদপে মা হচ্ছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রায় সকলেই। তবে ভোটের দিন স্পষ্ট হয়ে গেল সবটাই। স্বামী রণবীর সিংকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন মস্তানি। আর সেখানেই সুস্পষ্ট সবটা। সকলেরই চোখে পড়েছে তাঁর বেবিবাম্পটি। আর এর পরেই ভক্তদের একাংশের বিশ্বাস হয়েছে, মিথ্যে বলছিলেন না দীপিকা। তিনি সত্যিই মা হতে চলেছেন।

ভোটকেন্দ্রে যাওয়ার সময় পা টেনে টেন হাঁটতে দেখা যায় তাঁকে। তাতে অনেকে লেখেন, “নাটক করছেন? আপনি আদপে মা হচ্ছেন না। অন্তত নিজে জন্ম দিচ্ছেন না। কে জানে? হয়ত স্ক্রিনের মতো এখানেও ফেক করছেন সবটা!” নেটদুনিয়া যখন এভাবেই দীপিকাকে কটাক্ষ করতে ব্যস্ত, তখন দীপিকার পাশে দাঁড়ালেন আলিয়া। একটা লাইকে স্পষ্ট করে দিলেন, তিনিও মনে মনে কী বলতে চান।

এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন দীপিকা পাড়ুকোনকে নিয়ে। যেখানে লেখা- ‘প্রিয় সোশ্যাল মিডিয়া, দীপিকা ওই পরিস্থিতিতে বাইরে বেরিয়েছে কেবল মাত্র তাঁর গণতন্দ্রের দায়িত্ব পালন করতে। নিজের ভোট দিতে। তিনি তাঁর শরীর বা বেবিবাম্প তাঁর বেবিবাম্প নিয়ে আপনার মতামত জানতে চাননি। তাঁর জীবনের কোনও বিষয় নিয়েই মন্তব্য করার অধিকার আপনার নেই। ভদ্র ব্যবহার করুন, বন্ধ করুন এসব।’ আর এই পোস্টকেই লাইক করলেন আলিয়া ভাট। আর তাতেই তাঁর প্রতিবাদ ও মনের কথা স্পষ্ট হয়ে গেল। দীপিকাকে নিয়ে যে ধরনের কথা রটছে, তা কোথাও গিয়ে যেন পছন্দ করছেন না তিনিও।

Next Article