বিকিনি পরে সাঁতার, বিশেষ দিনের ছবি শেয়ার করলেন আলিয়া

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 20, 2021 | 8:24 PM

এ ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘ওটা একটা দারুণ দিন ছিল।’ ব্যাস, তথ্য বলতে এটুকুই। কবে, কোথায় এই ছবি তোলা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন আলিয়া।

বিকিনি পরে সাঁতার, বিশেষ দিনের ছবি শেয়ার করলেন আলিয়া
আলিয়ার শেয়ার করা সেই ছবি। ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

ইন্ডিয়ান ওয়্যার হোক বা ওয়েস্টার্ন, আলিয়া ভাটের (Alia Bhatt) ফ্যাশন সেন্স বরাবরই মুগ্ধ করেছে দর্শককে। কিন্তু এতটা বোল্ড লুকে আলিয়াকে এর আগে দেখেছেন কি না, অনেকেই মনে করতে পারছেন না।

সোশ্যাল মিডিয়ায় শনিবার নিজের একটি ছবি শেয়ার করেছেন আলিয়া। যেখানে দেখা যাচ্ছে জলের নীচে সাঁতার কাটছেন তিনি। পরনে কমলা রঙা বিকিনি। জলের নীচে অনায়াস বিচরণ তাঁর। ঠিক যেন জলপরী। এক অনুরাগী ছবিটি দেখার পর ভালবেসে আলিয়াকে ‘জলপরী’ আখ্যা দিয়েছেন। কেউ বা তাঁকে বলেছেন, ‘ওয়াটার বেবি’।

এ ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘ওটা একটা দারুণ দিন ছিল।’ ব্যাস, তথ্য বলতে এটুকুই। কবে, কোথায় এই ছবি তোলা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন আলিয়া। যে দিন এই ছবি তোলা হয়েছে, তাঁর সঙ্গে আর কারা ছিলেন, সে বিষয়েও কোনও তথ্য দেননি তিনি। বলি মহলের জল্পনা, হয়তো এই বিশেষ দিনে প্রেমিক রণবীর কাপুরও তাঁর সঙ্গে ছিলেন।

দিন কয়েক আগে ২৮ বছর বয়সে পা দিলেন আলিয়া। তাঁর জন্মদিনের পার্টিতে করণ জোহর, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, মালাইকা আরোরা সব বলিউডের হেভিওয়েটরা হাজির ছিলেন। এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে গৃহবন্দি রণবীর কাপুর। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। ওষুধ চলছে। ফলে আলিয়ার জন্মদিনে এ বছর হাজির থাকতে পারেননি তিনি। দিন কয়েক আগে রণবীরের হাতে জড়ানো নিজের হাত, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলিয়া লিখেছিলেন, ‘মেজর মিসিং’। জন্মদিনেও তিনি মিস করছেন রণবীরকে। বলি মহলের একটা বড় অংশ মনে করছেন, হয়তো এই বিশেষ দিনে আলিয়ার সঙ্গে রণবীর ছিলেন বলেই এই ছবি এখন শেয়ার করেছেন তিনি। আফটার অল রণবীরকে মিস করছেন, সে ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায় আগেও দিয়েছিলেন নায়িকা।

আরও পড়ুন, ‘হনিমুন নয়’, তাহলে কোথায় বেড়াতে গেলেন বরুণ-নাতাশা?

Next Article