‘হনিমুন নয়’, তাহলে কোথায় বেড়াতে গেলেন বরুণ-নাতাশা?
দীর্ঘ প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বরুণ-নাতাশা। গত ২৪ জানুয়ারি তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল একেবারেই ব্যক্তিগত পরিসরের মধ্যে।
ছোটবেলার বন্ধু নাতাশা দালালকে (Natasha Dalal) বিয়ে করেই বহু অনুরাগীর হৃদয় ভেঙেছেন বলিউড (bollywood) অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan)। বিয়ের বয়স মাস দু’য়েক। এখনও হনিমুনে যাওয়ার সুযোগ হয়নি। শনিবার একটি বোটে চড়ে নিজেদের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন বরুণ। কিন্তু এ ছবি তাঁদের হনিমুনের নয়, তাও স্পষ্ট করেছেন তিনি।
সূত্রের খবর, অরুণাচল প্রদেশে নাতাশার সঙ্গে সময় কাটিয়েছেন বরুণ। সেখান থেকেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে। অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তা উপভোগ করতে করতেই বরুণের স্বীকারোক্তি, এ তাঁদের হনিমুনের ছবি নয়। ছবির কাজ নিয়ে ব্যস্ততা তো থাকবেই, তার মধ্যে কবে হনিমুনে যাবেন বরুণ-নাতাশা সে কৌতূহলও রয়েছে দর্শক মহলে।
দীর্ঘ প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বরুণ-নাতাশা। গত ২৪ জানুয়ারি তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল একেবারেই ব্যক্তিগত পরিসরের মধ্যে। দুই পরিবারের ঘনিষ্ঠ এবং সামান্য কয়েকজন বন্ধুবান্ধব আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে। পরিচালক করণ জোহর, কুনাল কোহলি, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্র সহ সেলেব্রিটি ছিলেন বিয়ের অনুষ্ঠানে। ওই দিন রাতে বরুণ নিজেই তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে লেখেন, “আজীবন প্রেম আজ আইনি তকমা পেল।” বরুণ-নাতাশার নতুন জীবনের উদ্দেশ্যে তাঁর ইন্ডাস্ট্রির বেন্ধুদের থেকেও উড়ে এসেছিল শুভেচ্ছা বার্তা।
View this post on Instagram
বরুণের হাতে আপাতত পর পর কাজ রয়েছে। ‘দিলওয়ালে’-র পর ফের জুটি বাঁধছেন কৃতি শ্যাননের সঙ্গে। ছবির নাম ‘ভেডিয়া’। এই ছবি ভৌতিক-কমেডি। পরিচালনায় ‘স্ত্রী’, ‘বালা’ খ্যাত পরিচালক অমর কৌশিক। এ ছবির শুটিং শুরু আগামী মে মাস থেকে। দীনেশ বিজনের ‘হরর ইউনির্ভাস’-এর অংশ এই ছবিটি। অন্যদিকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বরুণ এবং পরিণীতি চোপড়াকে জুটি বানিয়ে তৈরি করছেন একটি থ্রিলার ছবি। ছবির নাম ‘সাঙ্কি’। এটি একটি অ্যাকশান থ্রিলার। তবে এটি রিমেক ছবি। কিন্তু কোন ছবির রিমেক হতে চলেছে ‘সাঙ্কি’ তা নিয়ে মুখ খোলেননি প্রযোজক।
আরও পড়ুন, নিককে প্রথম দিকে একদম পাত্তা দিতাম না: প্রিয়ঙ্কা চোপড়া