ভাগবত গীতা বিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হওয়া উচিত: মৌনি রায়

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মৌনি বলেন, “লকডাউনের আগে এক বন্ধুকে অনলাইন ভাগবত গীতার ক্লাস করতে দেখে আমিও যুক্ত হই। কিন্তু আমার ব্যস্ত শিডিউলের জন্য বেশি ক্লাসে অংশ নিতে পারিনি আমি। আমার সত্যি মনে হয় গীতা শুধু ধর্মগ্রন্থ নয়। তার চেয়েও অনেক গুণে বেশি।"

ভাগবত গীতা বিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হওয়া উচিত: মৌনি রায়
মৌনি রায়
Follow Us:
| Updated on: Mar 20, 2021 | 7:49 PM

ভাগবত গীতাকে স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা উচিত, সুপারিশ করলেন অভিনেত্রী মৌনি রায়। মৌনি জানান, গোটা লকডাউন জুড়ে তিনি অনেক হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন এবং একই সঙ্গে। তিনি আরও বলেন, ভারতের বেশিরভাগ পরিবারের গোঁড়া চিন্তাধারার বিনাশ শক্তি লুকিয়ে রয়েছে গীতার মধ্যেই– সে কথা বিশ্বাস করেন মৌনি।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মৌনি বলেন, “লকডাউনের আগে এক বন্ধুকে অনলাইন ভাগবত গীতার ক্লাস করতে দেখে আমিও যুক্ত হই। কিন্তু আমার ব্যস্ত শিডিউলের জন্য বেশি ক্লাসে অংশ নিতে পারিনি আমি। আমার সত্যি মনে হয় গীতা শুধু ধর্মগ্রন্থ নয়। তার চেয়েও অনেক গুণে বেশি। গীতা হল জীবনের সারবত্তা, জীবনকে বোঝার প্রাথমিক জ্ঞান। যদি আপনার মনে কোনও প্রশ্ন থাকে তবে নিশ্চিত ভাবে গীতায় তার উত্তর রয়েছে।”

View this post on Instagram

A post shared by mon (@imouniroy)

এখানেই থামেননি অভিনেত্রী, বেদ এবং উপনিষদের জন্ম যে দেশে সেই দেশের অংশ হয়েও যথার্থ ভাবে তাকে কাজ লাগানো হয়না বলেই দাবি তাঁর। তাঁর কথায়, “বেটি বাঁচাও বেটি পড়াওয়ের পরিবর্তে স্লোগান হওয়া উচিত বেটা পড়াও বেটা বাঁচাও।” শুধু যে বিদ্যালয়ের সিলেবাসেই গীতা প্রয়োজন তা নয়, মৌনি মনে করেন, শহরাঞ্চল, গ্রামাঞ্চল থেকে শুরু করে দেশের সর্বত্র সবারই গীতাপাঠের প্রয়োজন।

অন্যদিকে কাজের ক্ষেত্রে অয়ন মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে দেখা যাবে অভিনেত্রীকে। ওই ছবিতে মৌনি ছাড়াও রয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।