নিককে প্রথম দিকে একদম পাত্তা দিতাম না: প্রিয়ঙ্কা চোপড়া

প্রিয়ঙ্কা জানিয়েছেন, নিক যখন তাঁকে মেসেজ করতে শুরু করেন, তা একেবারেই গুরুত্ব দেননি নায়িকা।

নিককে প্রথম দিকে একদম পাত্তা দিতাম না: প্রিয়ঙ্কা চোপড়া
দম্পতি।
Follow Us:
| Updated on: Mar 20, 2021 | 6:57 PM

জমাটি প্রেমপর্ব। তারপরের আড়াই বছরের দাম্পত্য। কোনও কিছুতেই প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাসের (Nick Jonas) বয়সের পার্থক্য বাধা হয়ে দাঁড়ায়নি। চুটিয়ে এনজয় করছেন দু’জনে। কিন্তু প্রেমের শুরুটা খুব একটা সহজ ছিল না। সম্প্রতি জনপ্রিয় হোস্ট ওপারা উইনফ্রে-র শো ‘সুপার কুল’-এ সাক্ষাৎকার দিতে গিয়ে সে সব গল্পই শেয়ার করেছেন প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কা জানিয়েছেন, নিক যখন তাঁকে মেসেজ করতে শুরু করেন, তা একেবারেই গুরুত্ব দেননি নায়িকা। তাঁর কথায়, “সত্যিই বইয়ের কভার দেখে আমি বইটা জাজ করেছিলাম। আমার তখন ৩৫ বছর বয়স। আমি বিয়ে করতে চাই, সন্তানের মা হতে চাই। আর নিকের বয়স ২০-র ঘরে। ও কী চায়, তাও জানতাম না। ফলে প্রথম দিকে ওকে একেবারেই পাত্তা দিইনি আমি।”

নিকের সঙ্গে আলাপ হওয়ার পর মানুষ হিসেবে অনেক বদলে গিয়েছেন বলে দাবি করেছেন প্রিয়ঙ্কা। নায়িকার স্বপ্ন নিয়ে ভাবতেন নিক, তাঁর সাফল্যে খুশি হতেন। নিজের বাবা-মাকে যেমন দেখেছেন, নিকের সঙ্গে ঠিক সে ভাবেই জীবন কাটাতে চান বলে জানিয়েছেন নায়িকা।

আরও পড়ুন, সানির ‘ডেট নাইট’, কিন্তু সঙ্গে কে?

প্রিয়ঙ্কার কথায়, “আমার বাবা-মায়ের পার্টনারশিপ যেমন, তাঁরা একসঙ্গে কাজ করেছেন, বাড়ি তৈরি করেছেন, একসঙ্গে জীবন বেঁচেছেন, আমি সেটা দেখেই বড় হয়েছি। আর নিকের সঙ্গে পার্টনারশিপে ঠিক সেগুলোই পাই আমি। এভাবেই ওর সঙ্গে থাকতে চাই।”