রসিকার মতো আপনারও কি এই নেশা রয়েছে?

সোশ্যাল মিডিয়ায় নিজের যে ছবি শেয়ার করেছেন রসিকা, সেখানে দেখা যাচ্ছে তিনি মন দিয়ে চিত্রনাট্য পড়তে ব্যস্ত। সিনেমার প্রতি তাঁর আজন্ম ভালবাসা। সিনেমার ছাত্রী হিসেবেই এখনও প্রতিটি কাজ থেকে শেখার চেষ্টা করেন।

রসিকার মতো আপনারও কি এই নেশা রয়েছে?
রসিকা দুগল।
Follow Us:
| Updated on: Mar 20, 2021 | 6:27 PM

নেশা নেহাত ভাল অভ্যেস নয়। এক কথায় এই রায় দিয়ে দেন যাঁরা, তাঁদের জানতে হবে ভাল নেশাও তো হয়! যেমন ধরুন, বই পড়ার নেশা, ভাল গান বা সিনেমা দেখার নেশা… এমন হাজারো নেশা তো থাকতেই পারে। বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) রসিকা দুগলেরও (Rasika Dugal) এমন এক নেশা রয়েছে। যার কথা প্রকাশ্যেই জানিয়েছেন রসিকা। শুধু তাই নয়, রসিকার মতো আপনার এই নেশা রয়েছে কি না, তাও জানতে চেয়েছেন তিনি।

কোন নেশার কথা বলতে চেয়েছেন রসিকা? যে নেশার কবলে পড়ে যারপরনাই খুশি অভিনেত্রী!

সোশ্যাল মিডিয়ায় নিজের যে ছবি শেয়ার করেছেন রসিকা, সেখানে দেখা যাচ্ছে তিনি মন দিয়ে চিত্রনাট্য পড়তে ব্যস্ত। সিনেমার প্রতি তাঁর আজন্ম ভালবাসা। সিনেমার ছাত্রী হিসেবেই এখনও প্রতিটি কাজ থেকে শেখার চেষ্টা করেন। এ হেন রসিকা নিজেকে ‘স্ক্রিপটিক’ বলে ব্যখ্যা করেছেন!

View this post on Instagram

A post shared by Rasika (@rasikadugal)

‘স্ক্রিপটিক’ কথাটির অর্থ কী? কেন নিজেকে ‘স্ক্রিপটিক’ বলেছেন তিনি? তার ব্যখ্যা দিতে গিসে রসিকা লিখেছেন, ‘একজন ব্যক্তি যে সব সময় স্ক্রিপ্ট ডিকোড করার চেষ্টা করে এবং সাধারণত ফলাফল দেখে হতাশ হয়। আপনিও কি একজন স্ক্রিপটিক?’

আসলে এখন কনটেন্টই রাজা। এই ধারণার সঙ্গে একমত ইন্ডাস্ট্রির অনেকেই। রসিকাও তার ব্যতিক্রম নন। যে কোনও প্রজেক্টে রাজি হওয়ার প্রাথমিক শর্ত হিসেবে ভাল চিত্রনাট্য পাওয়ার কথা বলেন তিনি। তাই চিত্রনাট্য পড়ে নিজের মতো করে তার ব্যখ্যা দেওয়ার নেশা রয়েছে তাঁর। তিনি প্রতি পদক্ষেপে পরিচালক কীভাবে ভাববেন, তা বোঝার চেষ্টা করেন। সেই ডিকোডের পদ্ধতির কথাই লিখেছেন।

এবার উত্তর দেওয়ার পালা আপনার। আপনিও কি রসিকার মতো ‘স্ক্রিপটিক’?

আরও পড়ুন, রামগোপালের বিরুদ্ধে টাকা না মেটানোর অভিযোগ, পিছিয়ে গেল ‘ডি কোম্পানি’র মুক্তি