রামগোপালের বিরুদ্ধে টাকা না মেটানোর অভিযোগ, পিছিয়ে গেল ‘ডি কোম্পানি’র মুক্তি
অভিযোগ, ছবির সঙ্গে যুক্ত অনেকেই তাঁদের প্রাপ্য টাকা পাননি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কলাকুশলীকে সব মিলিয়ে এখনও ১২ কোটি টাকা দিতে হবে রামগোপালকে।
রাম গোপাল ভার্মা (Ram gopal Varma) পরিচালিত ‘ডি কোম্পানি’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ২৬ মার্চ। ‘মাদার অব অল গ্যাংস্টার ফিল্মস্’ বলে ছবিটিকে সম্বোধন করেছিলেন রাম। এটি ছিল তাঁর স্বপ্নের প্রজেক্ট। কিন্তু ছবি মুক্তি নাকি এখন প্রশ্নের মুখে।
বলিউড সূত্রে খবর, ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর পক্ষ থেকে ‘ডি কোম্পানি’ মুক্তিতে বাধা দেওয়া হয়েছে। অভিযোগ, ছবির সঙ্গে যুক্ত অনেকেই তাঁদের প্রাপ্য টাকা পাননি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কলাকুশলীকে সব মিলিয়ে এখনও ১২ কোটি টাকা দিতে হবে রামগোপালকে। সকলের পারিশ্রমিক না মেটানো পর্যন্ত ‘ডি কোম্পানি’র মুক্তি স্থগিত রাখার আবেদন জানিয়েছে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ কর্তৃপক্ষ।
এক্সিবিউটর, ডিস্ট্রিবিউটর, পাবলিসিটি, প্রিন্টিং, পোস্টার পেস্টিং, প্রোডাকশন ইউনিন, ড্রাইভার্স ইউনিয়ন সহ একাধিক বিভাগে কর্মীরা এই ছবি বাবদ টাকা পাবেন। শোনা গিয়েছে, এই সব বিভাগের কর্মীরা যখনই টাকা চাইতে গিয়েছেন, রামগোপাল টাকা দেওয়ার দিন ক্রমশ পিছিয়ে দিয়েছেন। ইতিমধ্যে যা চেক রামগোপাল দিয়েছেন, তা সবই নাকি বাউন্স করেছে। সে কারণেই বিভিন্ন ইউনিয়নের তরফে এই ছবির মুক্তি আটকে দেওয়া হয়েছে।
Due to the sudden severe covid rise in many parts of the country and also amid continuous news of new lockdowns, we at SPARK decided to postpone the release of D COMPANY ..A new date will be announced ASAP #DCompany @SparkSagar1
— Ram Gopal Varma (@RGVzoomin) March 19, 2021
এই সব অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রামগোপাল। তবে ছবি মুক্তির দিন যে পিছিয়ে যাচ্ছে, সেই মর্মে একটি টুইট করেন তিনি। রামগোপাল লিখেছেন, “দেশের বিভিন্ন জায়গায় ফের কোভিড হানা দিয়েছে। কোথাও কোথাও লকডাউনের আশঙ্কা করা হচ্ছে। সে কারণেই ডি কোম্পানির মুক্তির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ছবি মুক্তির নতুন দিন খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে।”
বলি মহলের একটা বড় অংশের মতে, আসল সত্যিটা প্রকাশ করেননি রামগোপাল। বিভিন্ন ইউনিয়ন থেকে এই ছবিটি মুক্তি নিয়ে আপত্তি জানানো হয়েছে। কিন্তু করোনাকে কারণ হিসেবে দেখিয়ে ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার ঘোষণা করেছেন পরিচালক।
আরও পড়ুন, দিনের শেষে একজন গ্যাংস্টার কী ভাবে, তা আমাকে ফ্যাসিনেট করে: রাম গোপাল ভার্মা