Weather Update: শীতের ‘শিরে সংক্রান্তি’, একদিনেই ২ ডিগ্রি কমল তাপমাত্রা
Weather Update: সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের আশা নেই। মকর সংক্রান্তিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে যে কুয়াশা থাকতে পারে তা আগেই বলেছিল হাওয়া অফিস। তেমনটাই দেখা গেল রবির সকালে।
কলকাতা: পৌষ-শেষে ঝঞ্ঝার ধাক্কায় কমল ঠান্ডা। একদিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল কলকাতায়। একদিন আগে তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা বেড়ে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিনে আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। সে কারণেই সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের আশা নেই। মকর সংক্রান্তিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে যে কুয়াশা থাকতে পারে তা আগেই বলেছিল হাওয়া অফিস। তেমনটাই দেখা গেল রবির সকালে।
সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। সোমবার সকালে ঘন কুয়াশার সতর্কতা থাকছে কলকাতা-সহ পাঁচ জেলায়। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘন কুয়াশা থাকছে। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারের নীচে।
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫২ থেকে ৯১ শতাংশের মধ্যে।