‘৭ বছরের সম্পর্ককে কি কয়েক সেকেন্ডে মাপা যায়?’ রণবীরকে টেনে কেন হঠাৎ এমন বললেন আলিয়া?
রণবীর কাপুর ও আলিয়ার দাম্পত্য জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহলের অন্ত নেই। কখনও রণবীরের কোনও মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়, আবার কখনও তাঁদের কোনও ভিডিও ক্লিপ ভাইরাল করে দাবি করা হয় যে তাঁদের রসায়ন ‘ঠিকঠাক’ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সমস্ত ‘অনলাইন নয়েজ’ বা বিতর্ক নিয়ে মুখ খুললেন আলিয়া।

রণবীর কাপুর ও আলিয়ার দাম্পত্য জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহলের অন্ত নেই। কখনও রণবীরের কোনও মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়, আবার কখনও তাঁদের কোনও ভিডিও ক্লিপ ভাইরাল করে দাবি করা হয় যে তাঁদের রসায়ন ‘ঠিকঠাক’ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সমস্ত ‘অনলাইন নয়েজ’ বা বিতর্ক নিয়ে মুখ খুললেন আলিয়া।
আলিয়া জানান, ইন্টারনেটে মানুষ যা দেখেন তা কেবল কয়েক সেকেন্ডের বিচ্ছিন্ন মুহূর্ত মাত্র। তাঁর কথায়, “মানুষ যা দেখছেন তা মাত্র সাড়ে তিন বা সাত সেকেন্ডের ভিডিও। অথচ আমরা একসঙ্গে সাত বছর কাটিয়েছি। এই সাত বছরে যে কয়েক কোটি সেকেন্ড আমরা একে অপরের সঙ্গে কাটিয়েছি, তার তুলনায় ওই কয়েক সেকেন্ডের ভিডিও কিছুই নয়। মানুষ প্রেক্ষাপট না জেনেই মন্তব্য করেন।”
আলিয়া আরও যোগ করেন যে, বাইরের এই শোরগোল তাঁদের ঘর পর্যন্ত পৌঁছাতে পারে না কারণ এই বিতর্কের কোনো বাস্তব ভিত্তি নেই।
রণবীর ও আলিয়াকে নিয়ে তৈরি হওয়া মিম প্রসঙ্গে অভিনেত্রী জানান, অনেক সময় তাঁরা দুজনে মিলে সেইসব মিম দেখে হাসাহাসি করেন, আবার অনেক সময় সেসব তাঁদের নজরেই আসে না। আলিয়া বলেন, “বিরক্তি বা দুশ্চিন্তার লেশমাত্র আমাদের জীবনে নেই। আমি কি আমার স্বপ্নপূরণ করছি? হ্যাঁ। আমি কি প্রতিদিন কৃতজ্ঞতা নিয়ে ঘুমাতে যাই? একশ শতাংশ। বাইরের চারজন মানুষ কী ভাবল, তাতে আমার পারিবারিক রসায়নে কোনো বদল আসে না।”
ব্যক্তিগত জীবন ছাপিয়ে আলিয়ার কেরিয়ার গ্রাফ এখন উর্ধ্বমুখী। আদিত্য চোপড়ার প্রযোজনায় স্পাই-থ্রিলার ‘আলফা’ (Alpha)-তে প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর (পাঠান, টাইগার ও ওয়ার ২) অংশ হিসেবে এটিই প্রথম নারী-কেন্দ্রিক গুপ্তচরবৃত্তি নিয়ে তৈরি ছবি। এতে আলিয়ার সঙ্গে থাকছেন শর্বরী ওয়াঘ ও ববি দেওল।
এছাড়াও সঞ্জয় লীলা বনশালির ম্যাগনাম ওপাস ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love And War) ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে আলিয়াকে।1 ২০২৭ সালের শুরুর দিকে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
