e ভারতের বিরুদ্ধে ‘ভার্চুয়াল নকআউট’ বড় ধাক্কা পাকিস্তানের - Bengali News | Major setback for pakistan ahead of virtual knockout against india - TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতের বিরুদ্ধে ‘ভার্চুয়াল নকআউট’ বড় ধাক্কা পাকিস্তানের

সিনিয়র দল মারাত্মক চাপের। যুব দলও কম নেই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধ নামার আগে বেশ চাপে পাকিস্তান। এই বহু প্রতিক্ষীত ভারত-পাকিস্তান ম্যাচ কার্যত সেমিফাইনালে ওঠার ‘ভার্চুয়াল নকআউট’ হয়ে গিয়েছে। ঠিক তার আগেই আবার চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ সায়ান।

ভারতের বিরুদ্ধে ‘ভার্চুয়াল নকআউট’ বড় ধাক্কা পাকিস্তানের
| Edited By: | Updated on: Jan 31, 2026 | 3:38 PM
Share

কলকাতা: সিনিয়র দল মারাত্মক চাপের। যুব দলও কম নেই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধ নামার আগে বেশ চাপে পাকিস্তান। এই বহু প্রতিক্ষীত ভারত-পাকিস্তান ম্যাচ কার্যত সেমিফাইনালে ওঠার ‘ভার্চুয়াল নকআউট’ হয়ে গিয়েছে। ঠিক তার আগেই আবার চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ সায়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, প্র্যাক্টিস ম্যাচে উইকেটকিপিং করার সময় তিনি নাকে গুরুতর আঘাত পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর নাকের হাড়ে চিড় ধরা পড়ে। ফলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন শায়ান। পিসিবি জানিয়েছে, খুব শিগগিরই তাঁর বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

এই ম্যাচের গুরুত্ব আরও বেড়েছে, সুপার সিক্স পর্বের ফলাফলের পর। শুক্রবার দুর্দান্ত পারফরম্যান্সের ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান ও ইংল্যান্ড। ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচটি পাকিস্তানের কাছে ‘ডু অর ডাই’ হয়ে দাঁড়িয়েছে। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ভালো রান রেটের এগিয়ে রয়েছে ভারত। অন্যদিকে, পাকিস্তানের পকেটে রয়েছে চার পয়েন্ট। ফলে ভারতের কাছে হারলে যুব বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে পাকিস্তান।

এ দিকে আবার আফগানিস্তান দুরন্ত জয় পেয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। টস জিতে ব্যাটে নেমে আফগানিস্তান তোলে ৩১৫/৭ রান। দলের হয়ে ইতিহাস গড়েন ফয়জল খান। দুরন্ত ইনিংসে তিনি মারেন ১৮টি চার ও একটি ছক্কা। আয়ারল্যান্ড ১২৪ রানে গুটিয়ে যায়। আফগান বোলার আবদুল আজিজ নেন ৩/২১, আর আকিল খান পান ৩/৩৬। সব মিলিয়ে, ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে চাপেই আছে পাকিস্তান। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন শায়ানের চোট সেই চাপ আরও বাড়িয়ে দিয়েছে।