e Bank Strike: ফেব্রুয়ারির এই তারিখে আবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এবার দাবি অন্য! - Bengali News | Bank Unions Called Nation Wide Strike on 12th February over this Issues | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Strike: ফেব্রুয়ারির এই তারিখে আবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এবার দাবি অন্য!

Bank Strike: অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (AIBOA), ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (BEFI) সকল সদস্যদের ও ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন (CTU)-কেও এই ধর্মঘটে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। 

Bank Strike: ফেব্রুয়ারির এই তারিখে আবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এবার দাবি অন্য!
ফাইল চিত্র।Image Credit: Chris Jung/NurPhoto via Getty Images
| Updated on: Jan 31, 2026 | 3:44 PM
Share

নয়া দিল্লি: আবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ব্যাঙ্ক ওয়ার্কার্স ইউনিয়নগুলির তরফে আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সমস্ত ব্যাঙ্ক কর্মীদের এই ধর্মঘটে সামিল হতে বলা হয়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (AIBOA), ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (BEFI) সকল সদস্যদের ও ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন (CTU)-কেও এই ধর্মঘটে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে।

ব্যাঙ্ক ইউনিয়নগুলির তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার নতুন যে চারটি শ্রম কোড নিয়ে এসেছে, তার বিরোধিতা করেই এই ধর্মঘট ডাকা হয়েছে। ব্য়াঙ্ক ইউনিয়নগুলির কথায়, এই নতুন চার শ্রম কোড শ্রমিকদের স্বার্থ বিরুদ্ধ এবং এই শ্রম কোডে আসলে শ্রমিক শ্রেণিরই ক্ষতি হবে। এর প্রতিবাদেই আগামী ১২ ফেব্রুয়ারি ধর্মঘট ডাকা হয়েছে। এর জেরে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবে, সমস্যায় পড়তে পারেন সাধারণ গ্রাহকরা।

নতুন শ্রম আইনে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য কঠোর নিয়ম তৈরি করা হয়েছে। নতুন শ্রম কোডে বলা হয়েছে, ৩০০ জনের কম কর্মচারী রয়েছে যে প্রতিষ্ঠানে, তারা বিনা অনুমতিতেই কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করতে পারবে। ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি, বহুজাতিক কোম্পানি ও ছোট কোম্পানির মালিকরা এই নিয়মে আরও সুবিধা পাবে এবং সাধারণ কর্মীদের ক্ষতি হবে।

এছাড়াও পাঁচদিনের কর্মদিবসের দাবি তো রয়েইছে। অফিস ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যের দাবিতে সপ্তাহে পাঁচদিন অফিস ও দুইদিন ছুটির দাবি জানিয়ে আসছে ব্যাঙ্ক কর্মীরা। সেই দাবিও রয়েছে এই ধর্মঘটের কারণের মধ্য়ে। এর আগে গত ২৭ জানুয়ারিও ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছিল।