অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’-র সহ-প্রযোজনার দায়িত্ব নিল অ্যামাজন, শুরু হল নতুন ট্রেন্ড

রণজিৎ দে |

May 01, 2021 | 5:02 PM

প্রযোজকের সঙ্গে গাঁটছড়া বেঁধে হল রিলিজের জন্য ছবি প্রযোজনা করা, নেটফ্লিক্স বিদেশে অনেক আগেই শুরু করেছে। ভারতে এই পদ্ধতিতে ছবি বানানো শুরু করল অ্যামাজন।

অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’-র সহ-প্রযোজনার দায়িত্ব নিল অ্যামাজন, শুরু হল নতুন ট্রেন্ড
'রাম সেতু' সহ-প্রযোজনা করছে অ্যামাজন প্রাইম

Follow Us

অ্যামাজন প্রাইম। অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এক নতুন পদক্ষেপ নিল এই ওটিটি প্ল্যাটফর্মটি। এতদিন শুধু ‘অ্যামাজন অরিজিনালস’-ই প্রযোজনা করত তারা, এবার থেকে হল রিলিজের জন্য তৈরি হওয়া ছবিও প্রযোজনা করবে অ্যামাজন। সম্প্রতি অ্যামাজন ঘোষণা করেছে তারা অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ ছবিটি সহ-প্রযোজনা করবে। ছবিটির প্রযোজক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। তাঁর সঙ্গেই গাঁটছড়া বেঁধে ‘রাম সেতু’ বানাচ্ছে অ্যামাজন। ভারতে এই প্রথম।

প্রযোজকের সঙ্গে গাঁটছড়া বেঁধে হল রিলিজের জন্য ছবি প্রযোজনা করা, নেটফ্লিক্স বিদেশে অনেক আগেই শুরু করেছে। ‘দ্য আইরিস ম্যান’ এবং ‘ম্যারেজ স্টোরি’ এরকমই দু’টি ছবি। ছবি দুটি প্রথমে হল রিলিজ করেছিল,পরে নেটফ্লিক্সে স্ট্রিমিং হয়। ভারতে এই পদ্ধতিতে ছবি বানানো শুরু করল অ্যামাজন। ভারতে অ্যামাজন প্রাইম ভিডিয়োর কনটেন্ট হেড বিজয় সুব্রহ্মণ্যম বলেন, “রাম সেতু এমন ছবি যেখানে ভারতের ঐতিহ্যকে তুলে ধরা হবে। প্রায় ২৪০ টা দেশের দর্শক এই ছবির মাধ্যমে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে দেখার এবং বোঝার সুযোগ পাবেন। এই ধরণের প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি অ্যামাজন।”

অতিমারির জন্য ওটিটি প্ল্যাটফর্মগুলোর বাজার রমরমা। লকডাউন চলাকালীন অনেক ছবিই ওটিটিতে রিলিজ করেছিল। এবং এখনও করছে। কোনও সন্দেহ নেই অতিমারি মানুষকে হল-বিমুখ করেছে। ঘরে বসেই মানুষ এখন অনেক কম খরচে সারা বিশ্বের ছবি দেখতে পারে।এমনও শোনা যাচ্ছে ওটিটি-ই সিনেমার ভবিষ্যৎ। ওটিটিগুলোও এই সুযোগে তাদের বাজার আরও বড় করতে চাইছে। সেই কারণেই ওটিটিগুলো এখন হল রিলিজের জন্য তৈরি হওয়া ছবিও প্রযোজনা করতে এগিয়ো আসছে। এতে কী লাভ ওটিটিগুলোর? ট্রেড বিশেষজ্ঞ অতুল মোহনের মতে ছবির প্রযোজকের সঙ্গে গাঁটছড়া বেঁধে ছবি বানালে সারাজীবন ওই ছবি ওটিটির ডিজিট্যাল রাইট তো থাকলই, এছাড়া ছবিটি স্যাটেলাইট এবং বক্স অফিস থেকে যা উপার্জন করবে তারও লভ্যাংশ পাওয়ার দাবিদার হবে এই ওটিটি প্ল্যাটফর্মগুলো। স্বাভাবিকভাবেই তাদের ব্যবসা আরও বাড়বে।

আরও পড়ুন:ওটিটিতে পা রাখতে চলেছেন ‘কন্ট্রোভার্সিয়াল’ কঙ্গনা

‘রাম সেতু’-র মহরত হল অযোধ্যায়। এই ছবিতে এক প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয়। অযোধ্যায় কিছুটা শুটিং হলেও এর ৮০ শতাংশ শুটিং হবে মুম্বইতেই। অক্ষয় আগেই জানিয়েছিলেন, এই ছবির চিত্রনাট্যই আসল। অক্ষয়ের সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত বারুচা।

Next Article