বলিউডের মেগা ধামাকা। এ বার এক ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং অনুপম খেরকে। ছবির পরিচালনায় রয়েছেন পরিচালক সূরজ বারজাতিয়া, যিনি এর আগে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কউন’, ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ছবির নাম ‘উঁচাই’।
পরিচালকের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, ছবির নাম নিয়ে নাকি বেশ সমস্যায় পড়েছিলেন গোটা টিম। সিদ্ধান্তে আসার আগে নাকি বেশ কয়েক বার পরিবর্তন হয়েছে নাম। অবশেষে ‘উঁচাই’ মনে ধরেছে সব মহলের। এ বছরেরই সেপ্টেম্বর মাসে শুরু হবে সিনেমার শুটিং। অমিতাভ-বোমান এবং অনুপম ছাড়াও ছবিতে দেখা যাবে বলিউডের আরও পরিচিত মুখকে, শোনা যাচ্ছে এমনটাই। কিন্তু তাঁরা কারা? এখনও ফাঁস করেনি টিম ‘উঁচাই’।
তবে জানা যাচ্ছে, তিন বন্ধুর বয়স্কালের বন্ধুত্ব নিয়েই ছবি। সূত্র বলছে তিন বন্ধুর মধ্যে অনুপমের চরিত্র হয়তো বোমান ইরানি এবং অমিতাভ বচ্চনের বন্ধুত্বের মধ্যে সেতুর কাজ করবে। থাকবে ইমোশনাল রোলার কোস্টার। বলিউডের তিন বর্ষীয়ান অভিনেতাকে এক ছবিতে পেয়ে খুশি অনুরাগীরাও। সব ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি মুক্তি পাবে ছবিটি।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অনুপম খেরের বই ‘ইওর বেস্ট ডে ইজ টুডে’। লকডাউনেই সেই বই লিখেছিলেন অনুপম। গোটা দেশ যখন গৃহবন্দী, করোনা আতঙ্কে জর্জরিত তখন সেই সব মুহূর্তগুলিই লেখনীর মাধ্যমে নিজের বইয়ে তুলে ধরেছিলেন অনুপম। অন্যদিকে বিগ-বিও তাঁর আসন্ন ছবি ‘চেহেরে’ নিয়েও ভীষণ ব্যস্ত। গতকালই প্রকাশ পেয়েছে সেই ছবির পোস্টার।