একের পর এক ছবি করছেন অভিষেক বচ্চন। অভিনয়ে নিজের ছাপও রাখছেন। স্বাভাবিকভাবেই খুশি বাবা অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় এবং ব্লগে ছেলের প্রশংসাও করেছেন তিনি।
সম্প্রতি শুরু হয়েছে অভিষেক বচ্চনের নতুন ছবি ‘দশভি’-র শুটিং। একজন অশিক্ষিত, দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। শুটিং শুরু হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজের ‘লুক’-এর ছবি শেয়ারও করছেন তিনি। টুইটারে ‘দশভি’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি।
অমিতাভ বচ্চন ব্লগ-ফ্রেন্ডলি। ব্লগে বিস্তারিতভাবে অভিষেকের কাজ নিয়ে তিনি লিখেছেন “ অভিষেক খুবই শান্ত এবং ধৈর্যশীল। একজন কাজ পাগল মানুষ। গত বছর থেকেই নানা গল্পে নানা ধরণের চরিত্রে অভিনয় করছে অভিষেক। আগের বছর ওয়েব সিরিজ ‘ব্রেথ’ করল, কী অসম্ভব ডায়নামিক একটা চরিত্র। এরপর ও করল ‘লুডো’। সিনেমাটা নেটফ্লিক্সে ওয়েব ম্যাপে এক নম্বরে। সম্প্রতি করেছে সুজয় ঘোষের ‘বব বিশ্বাস’।”
all the prayers and best wishes for Dasvi .. WGTCTW !!!! https://t.co/3rz4sSAU9Y
— Amitabh Bachchan (@SrBachchan) February 23, 2021
অমিতাভ বচ্চন ব্লগ থেকে জানা গিয়েছে গোটা বচ্চন ফ্যামিলি এখন শুটিংয়ে মত্ত। ঐশ্বর্যা এখন মণি রত্নমের নতুন ছবির শুটিং করছেন। জুনিয়র বচ্চন ‘দাশভি’-র শুট নিয়ে ব্যস্ত। অমিতাভ নিজে খুব শীঘ্রই শুটিং শুরু করবেন। পরিচালক বিকাশ বহেল-এর নতুন ছবিতে অভিনয় করছেন বিগ বি। এমনকী সাত বছর পর ফের অভিনয়ে ফিরছেন জয়া বচ্চন। একটি মারাঠি ছবি দিয়ে ‘কামব্যাক’ করছেন তিনি। এই প্রথম মারাঠি ছবিতে অভিনয় করছেন জয়া বচ্চন।
আরও পড়ুন :মায়ের উপর ভূতে ভর করেছে, বলছেন টুইঙ্কল খান্নার ছেলে!
সত্যি সত্যিই যেন গোটা বচ্চন ফ্য়ামিলি চলেছে ‘শুটিং-সমরে’।