মায়ের উপর ভূতে ভর করেছে, বলছেন টুইঙ্কল খান্নার ছেলে!

পরিচালক-প্রযোজক অভিষেক কাপুর ছবির নিচে কমেন্ট করে লেখেন, ‘তুমি কেন বাবা কিরোলির কাছে দেখাচ্ছ না...মাতা মিরগি আক্রান্ত অনেককে সুস্থ করেছেন... ’

মায়ের উপর ভূতে ভর করেছে, বলছেন টুইঙ্কল খান্নার ছেলে!
আরব-টুইঙ্কল।
Follow Us:
| Updated on: Feb 24, 2021 | 2:58 PM

অক্ষয় কুমারের পত্নীর কাছে একেবারে বিব্রতকর এক ছবি। অষ্পষ্ট ছবিতে দেখা যাচ্ছে গাছের আড়ালে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন টুইঙ্কল খান্না। তাঁর দু’হাত দু’দিকে রেখে কিছু একটা করছেন। হঠাৎ করে কেউ দেখলে ভাববে বোধহয় টুইঙ্কলকে সত্যিই ভূতে ধরেছে। টুইঙ্কলের এমন এক ছবি পারিবারিক গ্রুপ চ্যাটে পোস্ট করেছেন পুত্র আরব ভাটিয়া।

আরও পড়ুন “আপনাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা প্রার্থনীয়,” ফেসবুকে আর্তি আবির চট্টোপাধ্যায়ের বাবার

সেই ছবি টুইঙ্কল নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ারও করেছেন। আরবের পোস্ট করা ছবির উপরে লেখেন, ‘প্রতিবেশীদের রিপোর্ট, অভিযোগ উঠেছে টুইঙ্কল খান্নার উপর ভূতে ভর করেছে। দেখুন কমিউনাল বাগানে তাঁর পৈশাচিক অনুষ্ঠানের ক্রিয়াকর্ম।’

ছবিটি পোস্ট করে টুইঙ্কল ক্যাপশানে লেখেন, ‘শত্রুর আর কী প্রয়োজন যখন ছেলে এমন ছবি পারিবারিক চ্যাটে পোস্ট করে। বাই দ্য ওয়ে, আমি বেন্ট ওভার ডাাম্ববেল ফ্লাই (ব্যায়াম) করছিলাম। এক বছর আগে এ ঘটনার কথা আমি জানতামও না।’

পরিচালক-প্রযোজক অভিষেক কাপুর ছবির নিচে কমেন্ট করে লেখেন, ‘তুমি কেন বাবা কিরোলির কাছে দেখাচ্ছ না…মাতা মিরগি আক্রান্ত অনেককে সুস্থ করেছেন… ’ টুইঙ্কল উত্তরে লেখেন, “মিস্টার বিবেট, এর চেয়ে ভাল তুমি রজত বাবার সঙ্গে দেখা করে মৌনব্রত শেখার চেষ্টা করো।”

আরব  টুইঙ্কল এবং অক্ষয় কুমারের প্রথম সন্তান। দম্পতির আট বছরের এক কন্যাও (নিতারা)  রয়েছে।

অন্যদিকে অক্ষয় কুমার একাধিক ফিল্মের শুটিং করছেন। একটি শেষ করেই স্যুইচ করছেন অন্য ছবিতে। আপাতত, রাজস্থানে ‘বচ্চন পান্ডে’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অক্ষয়। তার আগে, তিনি ধনুষ এবং সারা আলি খানের সাথে আনন্দ এল রাইয়ের ‘অতরঙ্গি রে’-র শুটিং করছিলেন। গত বছর পোস্ট লকডাউনে ‘বেলবটম’ শুটিং শেষ করলেন অক্ষয়।