বিগত বেশ কিছু সময় ধরেই বলিপাড়ায় রটনা সম্পর্ক নাকি ভাঙতে চলেছে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের। তবে প্রথম দিকে এমনটা ছিল না। ভালবেসেই বিয়ে করেছিলেন তাঁরা। ঐশ্বর্যাকে প্রেম নিবেদন করে প্রথমেই বাবা অমিতাভ বচ্চনকে ফোন করেন অভিষেক। তারপর কী ঘটে? তা নিয়েই অকপট অমিতাভ বচ্চন।
তাঁর কথায়, “নিউ ইয়র্কে গুরু ছবির প্রিমিয়ার ছিল। ওই ছবিতে অভিনয় করে ঐশ্বর্যা ও অভিষেক দু’জনেই। গুরুর প্রিমিয়ার শেষ হওয়ার পর অভিষেক আমাকে হঠাৎই ফোন করে বলে, আমি ওকে প্রপোজ করেছি। আমি শুধু একটাই কথা বলি ‘বাড়িতে এসো’। এর পরেই ঐশ্বর্যার সঙ্গে কথা হয় আমার। দু’জনকে গাড়িতে তুলে বাড়ি নিয়ে আসি। ঐশ্বর্যাকে জিজ্ঞাসা করি, ‘তুমি খুশি তো?’ ও মাথা নেড়ে সম্মতি জানায়। আমি ওকে বলি, ‘এটা তোমার বাড়ি। ব্যস, আর কিছুই যায় আসে না।’ হ্যাঁ, এভাবেই ঐশ্বর্যার কথা বাড়িতে জানিয়েছিলেন অভিষেক। খুশি মনে সবটা মেনে নিয়েছিলেন তাঁরা তবে ওই যে সুখ কখনই চিরস্থায়ী নয়।
শোনা যাচ্ছে, এই মুহূর্তে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্কের বেশ অবনতি হয়েছে ঐশ্বর্যার। মেয়েকে নিয়ে একাই থাকছেন তিনি। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন আবু ধাবিতে অনুষ্ঠিত আইফা ২০২৪-এ। সেখানে তাঁর সঙ্গে আরাধ্যা উপস্থিত থাকলেও কোথাও দেখা যায়নি অভিষেক বচ্চনকে।