গত সপ্তাহে চোখের অপারেশন হয়েছিল অমিতাভ বচ্চনের। সেই খবর তিনি নিজেই তাঁর সোশ্য়াল মিডিয়ায় দেন। অবশ্য কিছুদিনের মধ্যে পাশের চোখেও অপারেশন করতে হবে বলে তিনি জানিয়েছেন। এখন তিনি সুস্থ। প্রায় এক সপ্তাহ পর ফের কাজে ফিরলেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন বিগ বি। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি মাইক্রোফোনের সামনে তিনি বসে আছেন। কোনও কিছু রেকর্ডিং করছেন। বোঝাই যাচ্ছে কাজে ফিরেছেন বিগ বি। তাঁর নাতনি নব্যা নন্দা শুভেচ্ছা জানিয়ে ‘দাদু’ অমিতাভ বচ্চনের পোস্টে গিয়ে লিখেছেন ‘আমি তোমাকে ভালবাসি’।
পোস্টের ছবি থেকে বোঝা যাচ্ছে কাজের ফাঁকে গান শুনছেন বিগ বি। তিনি নিজের ইনস্টাতে লিখেছেন, “যদি সঙ্গীতই ভালবাসার খিদে হয়, আরও গান চলুক…আরও বেশি করে চলুক।”
অমিতাভ বচ্চন একজন অ্যাক্টিভ ব্লগার। তাঁর নিজের সঙ্গীত-প্রেমের কথা তিনি ফলাও করে ব্লগেও লিখেছেন। তিনি লিখেছেন, “সঙ্গীত কখনই একটা দিনকে শেষ করে না, করা উচিতও না। বরং সঙ্গীত এক বৃহত্তর জগতে নিয়ে যায়। একটা বৃহৎ পৃথিবীর সামনে আমাদের দাঁড় করিয়ে দেয়।এই যে আমাদের প্রতিদিনের ‘ডব্লু ডব্লু ডব্লু’ পৃথিবী,তার থেকে ছুটি মেলে।”
আরও পড়ুন :‘মেজর মিসিং’, রণবীর বিরহে কাতর আলিয়া, শেয়ার করলেন ছবি
খুব শীঘ্রই মুক্তি পাবে অমিতাভ বচ্চনের ‘চেহরে’। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইমরান হাসমি। পাইপ লাইনে রয়েছে আরও বেশ কয়েকটা ছবি। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। শুটিং এখনও কিছুটা বাকি। রণবীর কাপুরের কোভিড পজিটিভ ধরা পড়ায় শুটিং আপাতত বন্ধ। পাইপ লাইনে আছে ‘ঝুন্ড’। এই ছবিটিও মুক্তির অপেক্ষায়।