বলিউডে সিকোয়েল ছবির সংখ্যা কম নয়। তবে সব সিকোয়ল যে বক্সঅফিসে দারুণ সাড়া ফেলেছে তাও কিন্তু নয়। ‘ফির হেরা ফেরি’, ‘রাজ-থ্রি’ কিংবা ‘টোটাল ধামাল’-এর মতো ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে।
আরও পড়ুন সুস্থ হয়ে আবার জিমে ফিরলেন রেমো ডি সুজা: দেখুন ভিডিও
আবার তেমনই ‘বাহুবলী-২’-এর মতো ছবি বক্সঅফিস মাত করেছে। আবার এক সিকোয়েল ছবি আসতে চলেছে বলি দুনিয়ায়। প্রায় তিন বছর ধরে সে ছবি নিয়ে জল্পনা চলছিল বলিউডের অন্দরমহলে। ছবির নাম ‘আঁখে-২’। বহুবার সেই ছবির কাস্টিং লিস্ট বদলেছে।
কথা ছিল অমিতাভ বচ্চন এবং অনিল কাপুর থাকবেন ছবিতে। তারপর খবরে এল সইফ আলি খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজ থাকবেন মুখ্য চরিত্র। ফের হল আরেক নতুন সমীকরণ, অমিতাভ এবং কার্তিক আরিয়ান অভিনয় করছেন ‘আঁখে-২’। কিন্তু না, কোনও খবরই সঠিক ছিল না।
তবে, সম্প্রতি এক খবরে উঠে এল আরেক অভিনেতার নাম। সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) বহু আগে জানিয়ে দিয়েছেন তিনি ‘আঁখে-২’-তে রয়েছেন। তবে তিনি ভিলেন না হিরোর চরিত্রে থাকছেন তা খোলসা করেননি। তবে রিপোর্ট অনুযায়ী সিদ্ধার্থ একজন দৃষ্টিহীন মানুষের চরিত্রে অভিনয় করতে চলেছেন। শোনা যাচ্ছে নতুন ‘আঁখে-২’ ছবিতে সে সব উপাদানই থাকবে যা ‘আঁখে’ (2002) ছবিতে ছিল। একেবারে নতুন গল্পে সাজানো হবে ‘আঁখে-২’।
যদি ফের কোনও কাস্টিংয়ের অদলবদল না হয় তাহলে এই প্রথম বিগ-বির সঙ্গে এক পর্দায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে।