এখনও কেন করোনার ভ্যাকসিন নিচ্ছেন না অমিতাভ বচ্চন? ব্লগে লিখলেন বিগ-বি

Mar 21, 2021 | 3:12 PM

এখনও টিকা নেননি অমিতাভ বচ্চন। কেন? প্রশ্ন বিভিন্ন মহলে। নিজের ব্লগে এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন বিগ-বি।

এখনও কেন করোনার ভ্যাকসিন নিচ্ছেন না অমিতাভ বচ্চন? ব্লগে লিখলেন বিগ-বি
অমিতাভ বচ্চন

Follow Us

শর্মিলা ঠাকুর করোনার টিকা নিয়ে নিয়েছেন। বলিউডের সিনিয়র সিটিজেনদের মধ্যে ধর্মেন্দ্র, হেমা মালিনী, জীতেন্দ্র, কমল হাসান, রাকেশ রোশনসহ অনেকেই নাম লিখিয়েছেন শর্মিলার দলে। ৬০ বছর ঊর্ধ্বে বয়স না হওয়া সত্ত্বেও করোনার টিকা নিয়ে ট্রোলডও হয়েছে সইফ আলি খান। কিন্তু এখনও টিকা নেননি অমিতাভ বচ্চন। কেন? প্রশ্ন বিভিন্ন মহলে। নিজের ব্লগে এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন বিগ-বি।

তিনি লেখেন, “আমি জানি টিকাকরণ এখন আবশ্যক হয়ে গিয়েছে। তার মধ্যে করোনার নতুন স্ট্রেন এসে বক্স অফিসে খেল দেখাচ্ছে। তাই খুব শীঘ্রই আমিও ভ্যাকসিন নেওয়ার লাইনে নাম লেখাব। দেরি হওয়ার কারণ হিসেবে বিগবি জানান, যেহেতু দিন কয়েক আগেই তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে, সে কারণেই এই দেরি।

প্রসঙ্গত, গত দু’মাসে এই নিয়ে পর পর দু’বার অস্ত্রোপচার করাতে হল বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। ছানি অপারেশন হয়েছে তাঁর। সে প্রসঙ্গে বিগ-বি’র বক্তব্য, “দ্বিতীয় অস্ত্রোপচারও ভালভাবেই সম্পন্ন হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থার অনবদ্য টেকনোলজি এবং ডাক্তারদের সুদক্ষ হাতের কল্যাণে চমৎকার হয়েছে। যেন জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতা। যা আগে দেখতে পারছিলাম না, তা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এই পৃথিবী বড় সুন্দর।” পাশপাশি অমিতাভ আরও জানান এখনও সম্পূর্ণ সুস্থ না হলেও সুস্থতার পথে এগচ্ছেন ক্রমশ।

Next Article