আবারও অস্ত্রোপচার অমিতাভ বচ্চনের, কেমন আছেন অভিনেতা?

Mar 15, 2021 | 3:17 PM

অমিতাভ তাঁর টুইটে লেখেন, "দ্বিতীয় অস্ত্রোপচারও ভালভাবেই সম্পন্ন হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থার অনবদ্য টেকনোলজি এবং ডাক্তারদের সুদক্ষ হাতের কল্যাণে চমৎকার হয়েছে। যেন জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতা। যা আগে দেখতে পারছিলাম না, তা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এই পৃথিবী বড় সুন্দর।"

আবারও অস্ত্রোপচার অমিতাভ বচ্চনের, কেমন আছেন অভিনেতা?
অমিতাভ বচ্চন।

Follow Us

গত দু’মাসে এই নিয়ে পর পর দু’বার অস্ত্রোপচার করাতে হল বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। দ্বিতীয় অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা? টুইটে জানালেন নিজেই।

অমিতাভ তাঁর টুইটে লেখেন, “দ্বিতীয় অস্ত্রোপচারও ভালভাবেই সম্পন্ন হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থার অনবদ্য টেকনোলজি এবং ডাক্তারদের সুদক্ষ হাতের কল্যাণে চমৎকার হয়েছে। যেন জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতা। যা আগে দেখতে পারছিলাম না, তা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এই পৃথিবী বড় সুন্দর।” পাশপাশি অমিতাভ আরও জানান এখনও সম্পূর্ণ সুস্থ নন তিনি, সুস্থতার পথে এগচ্ছেন ক্রমশ। প্রসঙ্গত, এ বছর ফেব্রুয়ারি মাসে অমিতাভ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান চোখে ছানি অপারেশন হয়েছে তাঁর। একই সঙ্গে তিনি এ-ও জানান, সেই অস্ত্রোপচার সফল হয়েছে।


নিজের ব্লগে অস্ত্রোপচার এবং ছানি পড়া নিয়ে আরও বিষদে লিখেছেন বিগ-বি। তিনি লেখেন, এই অস্ত্রোপচার তাঁর জীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। যা যা মিস করছিলেন, কোনও বস্তুর রঙ, আকার… সে সবই এখন তাঁর চোখের সামনে স্পষ্ট। ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার হিমাংশু মেহতাকেও। বয়সজনিত সফট ট্যিসু থাকা সত্ত্বেও যে ভাবে দক্ষতার সঙ্গে তাঁর ছানি অপারেশন করেছেন ডাক্তার, সে জন্য তাঁর প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ। পাশপাশি ছানি পড়লে কেউ যাতে অকারণে ফেলে না রাখেন সে বিষয়েও নিজের ব্লগে সতর্কবার্তা বিগ-বি’র। তিনি লেখেন, “দেরী হলে তা কিন্তু দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবে। তাই দেরি হওয়ার আগেই পরীক্ষানিরীক্ষা করিয়ে চিকিৎসা করান।”

অমিতাভ ভাল আছেন ঠিকই, কিন্তু ফ্যানেদের দুশ্চিন্তা কমছেই না। তাঁদেরকে আশ্বস্ত করে অমিতাভ বচ্চনের বক্তব্য, “এই লেখাগুলো যখন লিখতে পারছি তার মানে আমি ক্রমে সেরে উঠছি।” জীবনের ৭৮টা বসন্ত পেরিয়েও তাঁর অপরিসীম মনের জোর দেখে মুগ্ধ বিগ-বি’র ভক্তকুল।

Next Article