মেয়েরা এতটাই শক্তিশালী, ছায়াও তাঁদের থেকে শিখতে পারে: সুস্মিতা

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 15, 2021 | 2:32 PM

কেরিয়ারের যে পর্যায়ে সুস্মিতা পৌঁছেছেন, সেখানে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। ডেবিউ হিসেবে ‘আরিয়া’র চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রেও সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

মেয়েরা এতটাই শক্তিশালী, ছায়াও তাঁদের থেকে শিখতে পারে: সুস্মিতা
সুস্মিতা সেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

সুপার উওম্যান। ভালবেসে অনুরাগীরা তাঁকে এই বিশেষণে ডাকতে পছন্দ করেন। তিনি অবশ্য মনে করেন, তিনি জীবনে যা করেছেন, তা ভালবাসা থেকেই। তিনি অর্থাৎ সুস্মিতা সেন (Sushmita Sen)। মহিলাদের শক্তিকে কখনও অগ্রাহ্য করেন না। বরং সম্মান করেন মনে-প্রাণে। প্রতিটি মেয়ের মধ্যে শক্তি রয়েছে, তা বিশ্বাস করেন সুস্মিতা। সেই বিশ্বাসেরই প্রতিফলন ঘটল তাঁর সোশ্যাল পোস্টে।

এই মুহূর্তে ওয়েব সিরিজ ‘আরিয়া’-র দ্বিতীয় সিজনের শুটিং নিয়ে ব্যস্ত সুস্মিতা। শুটিংয়েরই একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। দেওয়ালে পিঠ দিয়ে বসে রয়েছেন। আলোর কারসাজিতে তাঁর ছায়া পড়েছে। সুস্মিতা এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘একজন মহিলা এতটাই শক্তিশালী হন, যে তাঁর ছায়াও তাঁর থেকে শিখতে পারে।’

‘আরিয়া’র মাধ্যমে গত বছর ওয়েব ডেবিউ করেন সুস্মিতা। এই ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শক মহলে প্রশংসা আদায় করে নিয়েছিল। এখন কেরিয়ারের যে পর্যায়ে সুস্মিতা পৌঁছেছেন, সেখানে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। ডেবিউ হিসেবে ‘আরিয়া’র চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রেও সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সে সিদ্ধান্ত যে সঠিক, তার প্রমাণ হিসেবে ‘আরিয়া’তে অভিনয়ের জন্য কিছুদিন আগেই সেরা অভিনেত্রীর ‘ফিল্ম ফেয়ার ওটিটি ২০২০’ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

আরও পড়ুন, ‘মেয়ে’র বিয়ে দিতে গিয়ে কেঁদে ফেললেন অনিন্দিতা!

জয়পুরে চলছে ‘আরিয়া’র দ্বিতীয় সিজনের শুটিং। শোনা গিয়েছিল, প্রথম সিজনের সাফল্যের পর সুস্মিতা নাকি এতটাই পারিশ্রমিক বাড়িয়েছিলেন, যে তাঁকে নিয়ে দ্বিতীয় সিজন শুট করা হবে কি না, তা নিয়ে প্রযোজনা সংস্থা সিদ্ধান্ত নিতে সময় নিয়েছিল। সেই সংক্রান্ত বাধা কাটিয়ে সুস্মিতাই ফের দ্বিতীয় সিজনে ফিরছেন।

Next Article