বলিপাড়ার তারকাদের সহকারি, নিরাপত্তারক্ষীদের নিয়ে দর্শক মনে এমনিতে কৌতূহলের শেষ নেই। তবে তারকাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত এমন অনেক মানুষ। যাঁদের হয়তো ক্যামেরার সামনে দেখা যায় না। তেমনই এবার আলোচনায় বিগ বি’র এমনই এক কর্মচারী। তিনি হলেন প্রেমচাঁদ গোদা।
IPCA ফার্মাসিউটিক্যাল কোম্পানির মাথা তিনি। কোটি কোটি সম্পত্তির মালিক প্রেমচাঁদ। এক সময় অমিতাভের জন্য কাজ করতেন তিনি। বিগ বি’র চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করতেন তিনি। তবে তাও অনেক বছর হয়ে গেল। ১৯৭৫ সালে অমিতাভের সঙ্গে সঙ্গে প্রেমচাঁদও IPCA ল্যাবোরেটারিতে বেশ কিছু টাকা বিনিয়োগ করেন। পরে বচ্চন পরিবার সেই কোম্পানি থেকে নিজেদেরে শেয়ার তুলে নিলেও প্রেমচাঁদ আশা ছাড়েননি। ৫৪ লক্ষ টাকার সেই কোম্পানির বার্ষিক টার্ন ওভার এখন ৪হাজার ৪২২ কোটি টাকা। এই মুহূর্তে বাজারে তাঁর কোম্পানির দর ২৮০০ কোটি টাকা।
রাজস্থানের কৃষক পরিবারের মানুষ তিনি। খুবই সাধারণ ভাবে বেড়ে ওঠা। বর্তমানে গোটা বিশ্বে উদ্যোগপতি হিসাবে একটি বড় নাম প্রেমচাঁদ। আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রথম সারির কোম্পানিগুলির মধ্যে অন্যতম এই কোম্পানি। ১৯৯০ সাল থেকে বচ্চন পরিবার অবশ্য এই ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নেয়। সেই সময় খুবই টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন বিগ বি। তাই তিনি আর ঝুঁকি নিতে চাননি। যত টাকা বিনিয়োগ করেছিলেন প্রেমচাঁদের কোম্পানিতে তা তুলে নেন। কিন্তু তিনি অবশ্য আশা ছাড়েননি। তবে বিগ বি’র কর্মচারী থেকে সফল উদ্যোগপতি প্রেমচাঁদের এই যাত্রা প্রশংসনীয়।