অনন্যার বাড়ি কেমন সাজালেন গৌরী? ঘুরে দেখালেন স্টারকিড

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 28, 2024 | 7:08 PM

Gauri Khan: অনন্যা পাণ্ডে নিজেই ঘুরিয়ে দেখালেন তাঁর নতুন বাড়ির অন্দরমহল। হালকা রঙের অ্যাস্থেটিক্স সকলের নজর কাড়ে। শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর কাছে যখন কিছু ছিল না, গৌরী তখন নানা ছোট খাটো জিনিস দিয়ে সাজিয়ে নিতেন ঘর। 

অনন্যার বাড়ি কেমন সাজালেন গৌরী? ঘুরে দেখালেন স্টারকিড

Follow Us

গৌরী খান। বলিউডের অন্দরমহলে যাঁর কদর তুঙ্গে। না, কেবল শাহরুখ খানের স্ত্রী বলে নয়, বরং তিনি সর্বাধিক জনপ্রিয়, তাঁর নিজের কাজের জন্য। ইন্টেরিয়র ডিজাইনিং জগতে তাঁর আধিপত্য এক কথায় অনস্বীকার্য। বলিপাড়ার একাধিক স্টার গৌরী খানের সাজানো বাড়িতেই থাকেন। অনেকেরই স্বপ্ন থাকে, তাঁদের স্বাধের বাড়ি নিজে হাতে সাজিয়ে দেবেন গৌরী খান। প্রতিটা কোণায় কোণায় পারফেক্ট লুক বর্তমান। আর এবার সেই স্বপ্ন পূরণ অনন্যা পাণ্ডের। অনন্যাকে এবার নিজেই সেই রহস্য ভেদ করতে দেখা গেল। যেখানে অনন্যা পাণ্ডে নিজেই ঘুরিয়ে দেখালেন তাঁর নতুন বাড়ির অন্দরমহল। হালকা রঙের অ্যাস্থেটিক্স সকলের নজর কাড়ে। শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর কাছে যখন কিছু ছিল না, গৌরী তখন নানা ছোট খাটো জিনিস দিয়ে সাজিয়ে নিতেন ঘর।

মন্নত তখন কেবল এক পুরোনো প্রাসাদ। সেখান থেকেই গৌরী খানের ঘর সাজানোর সফর শুরু। এবার তিনি সাজিয়ে দিলেন অনন্যা পাণ্ডে ঘর মনের মতো করে। যেখানে পরতে-পরতে রইল চমক। এক স্নিগ্ধ অনুভূতি। যেখানে থিম রঙ-ই হল সাদা কিংবা ক্রিম রঙা। প্রতিটা জিনিস একটা যত্নে সাজানো, যা পলকে মনকে শান্ত করে দেয়। যেমন আলোর ব্যবহার, ঠিক ততটাই সুন্দর করে ঘরের প্রতিটা বিশেষ বিশেষ ঘর সাজানো। যা দেখে আবেগঘন অনন্যা। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে গৌরী খানের সম্পর্ক বহুদিনের। পোজ দিয়ে তুললেন ছবিও। সাদা পোশাকে এদিন অনন্যাও ছিলেন নজর কাড়া। ভিডিয়ো পোস্ট হতেই তা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। আরও একবার গৌরী খানের তারিফ চলছে নেটপাড়ায়।

Next Article