‘এ আপনি কিছুতেই করতে পারেন না’, ভক্তের উপর রেগে গেলেন সারা

বিহঙ্গী বিশ্বাস | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 30, 2021 | 10:04 AM

মা এবং ভাইয়ের সঙ্গে সম্প্রতি মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন সারা। কাশ্মীতের ট্রিপ সেরে এই ছিল সারার মিনি ট্রিপ। মুম্বইয়ে ফেরার সময় সারাকে ক্যামেরা বন্দী করতে হাজির ছিল পাপারাৎজিও। শুধু পাপারাৎজিই নয়, হাজির ছিল ভক্ত।

এ আপনি কিছুতেই করতে পারেন না, ভক্তের উপর রেগে গেলেন সারা
সারা আলি খান

Follow Us

সারা আলি খানও রেগে যেতে পারেন! সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়ো না দেখলে হয়তো বিশ্বাস করা কিছুটা কষ্টের। পাপারাৎজির প্রতি সব সময় বিনয়ী হয়ে কথা বলা সারাই হঠাৎ গেলেন রেগে। খানিক চিৎকার করেই ভক্তকে বললেন, “এ আপনি কী করছেন! এটা আপনি কিছুতেই করতে পারেন না।” ঠিক কী হয়েছে?

মা এবং ভাইয়ের সঙ্গে সম্প্রতি মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন সারা। কাশ্মীতের ট্রিপ সেরে এই ছিল সারার মিনি ট্রিপ। মুম্বইয়ে ফেরার সময় সারাকে ক্যামেরা বন্দী করতে হাজির ছিল পাপারাৎজিও। শুধু পাপারাৎজিই নয়, হাজির ছিল ভক্ত। এরকমই এক ভক্ত সারার গা ঘেঁষে মাস্ক খুলে ছবি তুলতে উদ্যত হলেই রেগে যান সারা। রাগত স্বরে সেই ভক্তকে বলেন, “এ আপনি কী করছেন। এই সময়ে এ রকমটা আপনি ক্রতে পারেন না।” পরমুহূর্তেই মাস্ক পরে সেখান থেকে স্বরে যান সেই ব্যক্তি। সারা যদিও মাস্ক পরেছিলেন। পরেছিলেন ফেসশিল্ডও।

তবে ‘সচেতনতার বার্তা’ দিয়েও ওই ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোল্ড হতে হল সারাকে। নেটিজেনদের একাংশ সারাকে কটাক্ষ করে লেখেন, “নিজের বেলা এই সচেতনতা কোথায় ছিল? করোনা সংক্রমণ যখন তুঙ্গে তখন মালদ্বীপে গিয়ে ছুটি কাটাতে খারাপ লাগল না?” প্রসঙ্গত, শুধু সারা বা মা অমৃতাই নয়, কোভিড পরিস্থিতিতে মালদ্বীপ যাওয়ার হিড়িক পড়েছিল সেলেবদের মধ্যে। রণবীর-আলিয়া থেকে দিশা-টাইগার– হলিডে ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছিলেন মালদ্বীপকেও। সে জন্য তাঁদের প্রত্যেককে পড়তে হয়েছে কটাক্ষের মুখেও। রণবীর-আলিয়া ফিরে এসেছেন সম্প্রতি। এ বার ফিরে এলেন সারার পরিবারও।

আরও পড়ুন- করোনাকালে শুটিংয়ের ভবিষ্যৎ কী? কোভিড রুখতে কড়া নিয়ম আনার ভাবনায় ই-মেল ফেডারেশনের

Next Article