অঙ্কিতা লোখান্ডে। টেলিভিশন জগতে একটা বড় নাম। সিরিয়াল মহলে দাপিয়ে বেড়ান তিনি। এবার ছোট পর্দার থেকে বড় পর্দার দিকে পা বাড়ালেন তিনি। এর আগেও কয়েকটা বড় পর্দার জন্য তিনি কাজ করেছেন, তবে এবারের আসাটা একেবারেই অন্যরকম। বড় পর্দায় বড় করে আসছেন অঙ্কিতা লোখান্ডে। আর পার্শ্বচরিত্রে নয়, এবার লিড রোলেই অভিনয় করবেন তিনি। তাঁকে ঘিরেই বোনা হবে ছবির গল্প।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন অঙ্কিতা বড় পর্দার জন্য সাইন করে ফেলেছেন। ছবির নাম ‘ইতি’। একটি খুনকে কেন্দ্র করে ছবির গল্প। সেই খুনের কিনারা করবেন অঙ্কিতা। তাঁকে ঘিরেই গোটা ছবি এগোবে। এই প্রথম বলিউডে লিড রোলে অভিনয় করছেন অঙ্কিতা। গোটা ছবির শুটিং হবে সিমলায়। এই মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দ্বিতীয় দফায় করোনার ঢেউ আছড়ে পড়ায় শুটিং শুরু করা নিয়ে দোনামনায় আছে গোটা টিম।
বলিউডে অফার অঙ্কিতার কাছে অবশ্য অনেক দিন আগেই ছিল। ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘রামলীলা’, ‘বদলাপুর’, ‘সুলতান’-এর মত অনেক ছবিতেই তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে অফার করা হয়েছিল। কিন্তু সেই সময় তিনি সিরিয়াল ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় আসতে চাননি। এরপর যখন বলিউডে কাজ করার জন্য মনস্থির করেন তখন ‘মণিকর্ণিকা’, ‘বাগি ৩’-তে পার্শ্বচরিত্রে অভিনয় করেন। কিন্ত এবার ‘ইতি’-তে একেবারে নাম ভূমিকায় দেখা যাবে অঙ্কিতাকে। এটি তাঁর বলিউডে তৃতীয় ছবি। ‘ইতি’-র হাত ধরেই কি ছোট পর্দা থেকে পুরোপুরি বড় পর্দায় চলে এলেন তিনি? সময় সব কথা বলবে।
আরও পড়ুন:কোয়ারেন্টাইনে থেকেও ছবি পোস্ট অর্জুনের, নেটিজেনের প্রশ্ন ‘কে তুলে দিল’?