পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফা চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। আজ ব্যারাকপুর কেন্দ্রের নির্বাচন। সেখানে তৃণমূলের তারকা প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। গত কয়েকদিন ধরেই নিজের কেন্দ্রে রয়েছেন রাজ (Raj Chakraborty)। এদিকে করোনা আক্রান্ত শুভশ্রী (Subhashree Ganguly) গৃহবন্দি। তবে ভাল আছে তাঁদের সন্তান ইউভান। এ দিন সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজকে নির্বাচনের শুভেচ্ছা জানান শুভশ্রী। আর তাতেই নেট নাগরিকদের একটা বড় অংশের ট্রোলিংয়ের মুখে পড়েন তিনি।
এ দিন রাজের একটি ছবি শেয়ার করে শুভশ্রী লেখেন, ‘তোমার জয় নিশ্চিত’। তারপরই একের পর এক কমেন্টে নায়িকাকে রীতিমতো ট্রোলিংয়ের শিকার হতে হয়। কেউ লেখেন, ‘সময় বলবে সেটা’। কেউ লিখেছেন, ‘উনি কি রাজনীতির আদৌ কিছু বোঝেন? কিছু বোঝেন না, জীবনেও জিতবেন না’। কেউ লিখেছেন, ‘হার নিশ্চিত’। কেউ বা রাজের কাজের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন, ‘এটা সাউথের মুভি কপি করে বাংলায় করার মতো খুব সহজ নয়, জিত নিশ্চিত কি না জানি না, তবে হারার মার্জিন ৫০০০০ এর কম হবে না’।
শুভশ্রীর সমর্থনে কমেন্ট প্রায় হাতে গোনা। বেশিরভাগ কমেন্টেই রাজের সমালোচনা করা হয়েছে। নেট নাগরিকদের একটা অংশের মনে হয়েছে, রাজের জয় শুভশ্রী চাইবেন, এটাই তো স্বাভাবিক। সেই মনোভাব তিনি প্রকাশ করেছেন। কারও তাঁর সঙ্গে মতের অমিল হতেই পারে। কিন্তু সে কারণে নায়িকার পোস্টে গিয়ে খারাপ কমেন্ট করা কোন মানসিকতার পরিচয়? আবার কারও মতে পাবলিক ফিগার হলে সোশ্যাল ওয়ালে এই বক্রোক্তি তো শুনতে হবেই।
আরও পড়ুন, করোনা আতঙ্কের কারণে মুম্বই ছাড়লেন গৌরি-আরিয়ান?
ট্রোলিং শুভশ্রীর কাছে নতুন কিছু নয়। তিনি এ সবে একেবারেই পাত্তা দিতে নারাজ। তাই এই ঘটনার পরেও রাজ বা শুভশ্রী এই বিপুল নেগেটিভ কমেন্ট নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।