কিছুদিন আগেই ‘দোস্তানা ২’ থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। ধর্মা প্রোডাকশন ফলাও করে সোশ্যাল মিডিয়ায় সেই কথা তাঁরা জানিয়েও দিয়েছিলেন। তাঁরা লিখেছিলেন, “আমরা ‘দোস্তানা ২’-এর রিকাস্টিং করব। খুব শীঘ্রই আমরা নতুন কাস্টিং ঘোষণা করব, আপনারা পেক্ষা করুন।” কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর এবং নবাগত লক্ষ্যকে নিয়ে তৈরি হয়েছিল ‘দোস্তানা ২’-এর টিম। সেই টিম থেকে বাদ পড়েছেন কার্তিক। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন কার্তিকের বদলে তাহলে কে?
কেন বাদ পড়লেন কার্তিক আরিয়ান? শোনা যাচ্ছে করণ জোহরের সঙ্গে ছবির সৃজনশীলতা নিয়ে কার্তিকের নাকি মতবিরোধ তৈরি হয়েছিল। আবার কেউ বলছেন কার্তিক অন্য ছবির জন্য ডেটস দিলেও করণকে ঝুলিয়ে রাখছিলেন। সেটা মেনে নিতে পারেননি করণ। ছবি থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শুধু ছবি নয়, ইন্ডাস্ট্রিতে হাওয়ায় খবর, ধর্মা প্রোডাকশনের আর কোনও ছবিতেই নেওয়া হবে না কার্তিককে। স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি হচ্ছে কার্তিকের বদলে কে?
শোনা যাচ্ছে করণের পছন্দ রাজকুমার রাওকে। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন ‘দোস্তানা ২’ তৈরি করার কথা যখন ভাবা হয় তখন প্রথমে রাজকুমার রাওকেই ভাবা হয়েছিল। কিন্তু সেই সময় ডেট প্রবলেমের জন্য তিনি ছবিটি করতে পারেননি। তারপর ছবিটি করতে কার্তিক রাজি হয়ে যান। কিন্তু এরপরেই লকডাউন শুরু হয়ে যাওয়ায় আগের বছর ছবির শুটিং শুরু করা সম্ভব হয়নি। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন রাজকুমার রাও পছন্দের তালিকায় প্রথম। যদিও করণ আরও অনেকের কথাই ভাবছেন।
আরও পড়ুন:করোনা আতঙ্কের কারণে মুম্বই ছাড়লেন গৌরি-আরিয়ান?
‘দোস্তানা ২’ একেবারেই সমপ্রেমের গল্প। ‘দোস্তানা’-র মত সমপ্রেমকে ঢাল হিসাবে ব্যবহার করা হবে না। রাজকুমার ছবিটি করলে তিনি আর জাহ্নবী ভাই-বোনের চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি তাঁদের একসঙ্গে ‘রুহি’-তে দেখা গিয়েছে।